এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি থেকে তৃণমূলে এসে হেভিওয়েট নেতার গুরুতর অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে, তীব্র জল্পনা

বিজেপি থেকে তৃণমূলে এসে হেভিওয়েট নেতার গুরুতর অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে, তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে গেরুয়া শিবিরের আদি নেতাদের অনেকেই প্রকাশ্যে এবং পরোক্ষে বলতে শুরু করেছিলেন এবং এখনও বলছেন। এভাবেই বিরোধিতা করে দলের বিরাগভাজন হয়েছিলেন হাওড়ার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে তাঁকে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছে।

প্রসঙ্গত, হাওড়া পুরভোটের জন্য 50 টি ওয়ার্ডে নিয়ে যে কমিটি তৈরি করা হয় তার শীর্ষে রাখা হয় তৃণমূল থেকে আসা রথীন চক্রবর্তীকে। আর তারপরেই ব্যাপক ক্ষুব্ধ হন সুরজিৎ সাহা এবং দলীয় বৈঠকে রাখঢাক না করে তিনি নিজের অসন্তোষের কথা জানান। এমনকি সংবাদমাধ্যমের সামনেও তিনি মুখ খোলেন। আর তারপরেই তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজে লিপ্ত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে তাঁকে বিজেপি। এরপরই তিনি তৃণমূলে চলে আসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃণমূলে আসলেও প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে গেরুয়া শিবিরের সংঘাত কিন্তু কোনোভাবেই থামছে না। এবার নতুন করে সুরজিৎ সাহার সাথে বিজেপি শিবিরের সংঘাত বেঁধেছে তাঁর ব্যবহৃত গাড়ি নিয়ে। অভিযোগ উঠেছে, জেলা বিজেপির সভাপতির নামে দেওয়া হয়েছিল যে গাড়ি তা এখনো তৃণমূল নেতা সুরজিৎ সাহার কাছে রয়েছে। এবং তাতে চড়েই বর্তমানে তৃণমূল নেতা সুরজিৎ সাহা ঘুরে বেড়াচ্ছেন। এমনকি বিজেপির দেওয়া গাড়িতে লাগানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর স্টিকার।

গাড়ি ফেরত দেওয়ার ব্যাপারে কথা উঠলে বহিস্কৃত বিজেপি জেলা সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, দলের কাছ থেকে তিনি সাড়ে চার লাখ টাকা পান। সেই টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তিনি গাড়ি ফেরত দেবেন না। অন্যদিকে বর্তমান জেলা বিজেপি সভাপতি গাড়ি পাচ্ছেন না। তিনি পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলেছেন। সব মিলিয়ে তৃণমূল এবং বিজিপির মধ্যে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে গাড়ি হাতবদল নিয়ে। আপাতত এই ঝামেলার রেশ কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!