এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বড়সড় অভিযোগ তুলে বিজেপি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থক!

বড়সড় অভিযোগ তুলে বিজেপি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থক!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জনসংযোগ বাড়াতে বিধানসভা ভোটের আগে বিজেপির একাধিক নেতা মন্ত্রীকে বিভিন্ন জেলায় কর্মসূচি করতে লক্ষ্য করা গিয়েছিল। এরইমধ্যে হুগলি লোকসভা কেন্দ্র থেকে নানা জায়গায় কর্মসূচি করতে দেখা গিয়েছিল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। এরইমধ্যে কিছুদিন আগে লকেট চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রকাশ্যে আসে।

সেখানে বিজেপি তরফে বলা হয়, বিরোধীরা ইচ্ছা করে ঝামেলা পাকানোর জন্য এমন কাজ করেছে। যদিও বিজেপির নেতা মন্ত্রীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ভালোমতোই লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সে কথা কারো অজানা নয় বলেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। বস্তুত, এই নিয়ে অনেক ঘটনা ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছিল।

আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে আজ বিজেপি জনসংযোগ অভিযান কর্মসূচি উপলক্ষে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের বিরুদ্ধে পড়তে হলো খোদ বিজেপি সাংসদকে। জানা গেছে, রবিবার বিজেপির জনসংযোগ অভিযান কর্মসূচী উপলক্ষ্যে হুগলির পোলবা থানার রাজহাট এলাকায় দলীয় কর্মী বৈঠকে উপস্থিত হন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

পোলবার একটি পার্কে অনুষ্ঠিত সেই কর্মী বৈঠকে যখন তিনি উপস্থিত ছিলেন, ঠিক সেই সময় বাইরে জমায়েতে সামিল হন বিজেপির কর্মী-সমর্থকরা। আর এরপরই নাকি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় তাঁদের। সেইসঙ্গে তাঁরা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে সাংসদের এলাকায় দেখা পাওয়া যায় না।

তাঁদের কথায়, ভোট মিটে যাওয়ার পর তিনি আর আসেননি। তাই যেখানে লোকসভা ভোটের সময় তাঁরা দিদির হয়ে খাটলেও সেই দিদিই তাঁদের চেনেননা। অন্যদিকে, এই কর্মী বৈঠকে আসার আগেই পোলবা থানার গোটু বাজারে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ঝাঁট দিতে দেখা যায় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। আর সেখানেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সেখানেও এক মহিলা, সাংসদকে তার সমস্যা নিয়ে কথা বলতে গেলে, সাংসদের দেহরক্ষী ওই মহিলাকে সরিয়ে দেন। এই নিয়ে ওই মহিলা সাংসদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন বলেও জানা গেছে। আর এই সব ঘটনায় বিজেপির নীচু তলার কর্মীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চারের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সাংসদ জানান, কর্মীদের মধ্যে একটা অসন্তোষ ছিল, কিনি সেটা মিটে গিয়েছে। তাঁর কথায়, এটা ছোট ঘটনা। সেইসঙ্গে তিনি জানান, “এক পরিবারে থাকলে একটু মনোমালিন্য হয়, কিন্তু আমি কথা বললাম সবাই একসঙ্গে কাজ করব।”

সেইসঙ্গে তাঁর দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগের উত্তরে তিনি বলেন, সারাক্ষণ হুগলীতে ঘুরে বেড়িয়েছি, মানুষের সাথে মানুষের পাশে। তাই এটা বিরোধীরা বলছে বলেও কটাক্ষ করতে দেখা গেছে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। অন্যদিকে বিরোধীদের কথায়, এটা আদৌ মানুষের মনের কথা না বিরোধীদের, সেটা সামনের নির্বাচনই জবাব দেবে বলেও মন্তব্য করা হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!