এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকার প্রথমদিকে করোনা নিয়ে রাজনীতি না করলে এই পরিস্থিতি হত না – বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্য সরকার প্রথমদিকে করোনা নিয়ে রাজনীতি না করলে এই পরিস্থিতি হত না – বিস্ফোরক দিলীপ ঘোষ


এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে। লকডাউন এর মধ্যেও যেভাবে সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে রাজ্যে এবং তার সাথে মৃত্যুর হার, তা নিয়ে এবার আতঙ্কিত পশ্চিমবঙ্গের মানুষ। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে করোনা পরিসংখ্যান নিয়ে উঠেছে বিতর্ক। দেখা গেছে, কেন্দ্রের পরিসংখ্যান এবং রাজ্যের পরিসংখ্যান এর মধ্যে বিশাল ফারাক রয়ে যাচ্ছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলগুলি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে অভিযোগের আঙুল তোলে রাজ্যের শাসক দলের দিকে।

সেই অভিযোগকেই সামনে এনে এবার রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, ‘করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলেই দায় এড়াতে শুরু করেছে রাজ্য সরকার।’ উপরন্তু তিনি আরোও অভিযোগ করেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে প্রকৃত তথ্য গোপন করছে রাজ্য সরকার’। উল্লেখ্য, এই অভিযোগ বিজেপি ছাড়াও রাজ্যের আরেক বিরোধী দল সিপিএমও করে এসেছে বলে জানা গেছে। রাজ্যের শাসক দলের প্রতি করোনা পরিসংখ্যান নিয়ে কড়া মনোভাব পোষণ করে রাজ্য বিজেপি সভাপতি এদিন অভিযোগ করেছেন, ‘রাজ্য সরকার প্রথমদিকে করোনা নিয়ে শুধু রাজনীতি করে গিয়েছে। রাজনীতি না করলে এই পরিস্থিতি হত না।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু করোনা পরিস্থিতিই নয়, লকডাউনের পর থেকে র‍্যাশনিং ব্যবস্থা এবং ত্রাণ বিলি নিয়েও ক্রমাগত অভিযোগ উঠছিল রাজ্য সরকারের দিকে। এদিন দিলীপ ঘোষ সে প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে রীতিমত কোণঠাসা করে বললেন, ‘বিনামূল্যে রেশন পাওয়ার কথা থাকলেও রাজ্যের অর্ধেক মানুষও ঠিকঠাক রেশন পাচ্ছেন না। সব মানুষ খাদ্যসামগ্রী পাচ্ছেন না।’ অন্যদিকে বিজেপি প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছে, পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হলেও এই সংকটকালে রাজনীতির রং চড়িয়ে দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না বিজেপি সাংসদদের।

এই প্রসঙ্গে এদিন তীব্র ক্ষোভে ফেটে পড়েন রাজ্য বিজেপি সভাপতি। অন্যদিকে, কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসার কারণে ইতিমধ্যেই রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব শুরু হয়েছে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানাচ্ছেন, করোনা পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে, তাতে পরিস্থিতি আয়ত্তে আনতে গেলে সর্বপ্রথম করোনা টেস্টের দিকে এবং পরিসংখ্যানের দিকে সর্বাগ্রে নজর দিতে হবে। তবে এবার বিরোধীদের অভিযোগে ওপর প্রাধান্য দিয়ে রাজ্যের শাসক দল করোনা পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করেন, সেদিকে লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!