এখন পড়ছেন
হোম > অন্যান্য > দ্রুত আসছে করোনা ভ্যাকসিন! কিন্তু কত মূল্য! জনসাধারণের হাতের মুঠোয় নাকি আকাশ ছোঁয়া? জেনে নিন

দ্রুত আসছে করোনা ভ্যাকসিন! কিন্তু কত মূল্য! জনসাধারণের হাতের মুঠোয় নাকি আকাশ ছোঁয়া? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস গোটা বিশ্বকে এখন সংকটের মুখে ফেলে দিয়েছে। ভয়াবহ এই রোগ নিয়ে সব থেকে বেশি চিন্তার কারণ, কারণ এর এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। স্বাভাবিক ভাবেই কবে এর প্রতিষেধক আসবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। তবে করোনা ভাইরাসের প্রতিষেধক আসলেও, যখন এই রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় রয়েছেন সকলে, তখন তার দাম অনেকটাই আকাশকুসুম হতে পারে বলে মনে করছেন একাংশ। কিন্তু সত্যিই কি তাই! কবে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং যদিও বা আসে তাহলে তার দাম কত হবে?

মানুষের সাধ্যের মধ্যে যদি সেই ভাইরাসের ভ্যাকসিনের মূল্য না থাকে, তাহলে কি করে মানুষ এই রোগ থেকে মুক্তি পাবেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, খুব দ্রুত এই বছরের শেষেই বাজারে আসতে চলেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। ইতিমধ্যেই এই ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। জানা গেছে, বিল গেটস ফাউন্ডেশনের সঙ্গে এই ব্যাপারে বিশেষ চুক্তিও করে ফেলা হয়েছে। কিন্তু যদি এই ভ্যাকসিন বাজারে আসে, তাহলে তার মূল্য কত হবে? জানা গেছে, বিদেশে এই ভ্যাকসিনের একটি ডোজের দাম হতে পারে তিন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য 225 টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, “করোনা কে জব্দ করার লক্ষ্যে যত দ্রুত এবং কম দামে ভ্যাকসিন বাজারে আনা যায়, সেটাই আমাদের টার্গেট। আশা করি 2021 সালের গোড়ার দিকে ভ্যাকসিন বাজারে এসে যাবে।” অন্যদিকে এই ব্যাপারে আইসিএমআরের ডিজি ডাক্তার বলরাম ভার্গব বলেন, “কম দামে ভ্যাকসিন তৈরির ব্যাপারে ভারত বরাবর উদ্যোগী। এক্ষেত্রে সিরাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছি।”

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস বর্তমানে সত্যিই ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতবর্ষে প্রায় প্রতিটি রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই এই পরিস্থিতিতে যদি ভ্যাকসিন দ্রুত আবিষ্কার না হয়, তাহলে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। সেদিক থেকে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বিল গেটসের সংস্থার এই যৌথ উদ্যোগে যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়, তাহলে যত দামই হোক না কেন, মানুষ যে তা সংগ্রহ করবে, তা বলার অপেক্ষা রাখে না।

কেননা সকলের কাছেআগে জীবন। তাই নিজের জীবনকে বাঁচাতে এবং পরিবার-পরিজনকে সুস্থ রাখতে মহার্ঘ হলেও এই ভ্যাকসিন কিনতে হুড়োহুড়ি পড়ে যাবে মানুষের মধ্যে। তবে সংস্থার পক্ষ থেকে যেভাবে দ্রুত এবং কম দামের মধ্যে সেই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হল, তাতে আশার আলো তৈরি হয়েছে সকলের মধ্যে। এখন কবে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসে এবং মানুষ তা গ্রহণ করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!