এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আদালতে জয় মিলতেই, পুলিশের বিরুদ্ধে একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন দিলীপ ঘোষ, তোলপাড় রাজ্য

আদালতে জয় মিলতেই, পুলিশের বিরুদ্ধে একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন দিলীপ ঘোষ, তোলপাড় রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য পুলিশের বিরুদ্ধে বারবার নিরপেক্ষতা হীনতার অভিযোগ উঠেছে বিরোধীদল মূলত বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। বিজেপি নেতাদের হেনস্থা করতে, তাঁদের বিরুদ্ধে বারবার মিথ্যে কেস দেওয়া হচ্ছে। আজ আবার এমনই অভিযোগ করলেন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করলেন, তাঁর বিরুদ্ধে যখন তখন কেস দেওয়া হচ্ছে, ওয়ারেন্ট বের করা হচ্ছে। তিনি জানেন না কোথায় কি কেস দেওয়া হয়? তাই একবার করে এসে মুখ দেখিয়ে যেতে হয় তাকে।

প্রসঙ্গত, আজ বিধাননগরের ময়ূখ ভবনে সাংসদ ও বিধায়কদের আদালতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আদালতে আজ পরপর তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন। আর আদালতে বড়োসড়ো জয় পাওয়ার পরেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। আজ যে তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন, তা হল রায়গঞ্জ, ঝাড়গ্রাম ও হেয়ারস্ট্রিট থানার মামলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঝাড়গ্রাম এর মামলা সম্পর্কে দিলীপ ঘোষ জানালেন যে, আজ তার মামলা ছিল ঝাড়গ্রামে। এটি একটি পুরনো মামলা। হাইকোর্টে জামিন হয়ে গিয়েছিল। রায়গঞ্জের মামলা সম্পর্কে তিনি জানালেন, আরেকটা নতুন মামলা রয়েছে রায়গঞ্জে। কবে এই কেস করা হয়েছিল? তা তিনি জানেন না। তার নামে ওয়ারেন্ট বের করা হয়েছিল। তাই জামিনের জন্য তিনি এখানে এসেছিলেন। তিনি জানালেন, অনেক জায়গায় তাঁর নামে কেস দেওয়া হচ্ছে। যা তিনি নিজেই জানেন না।

হঠাৎ হঠাৎ করে ওয়ারেন্ট বের করা হচ্ছে। তাই এখানে এসে তাদেরকে বেল নিতে হয়। তাই তিনি এসেছিলেন। জেলায় জেলায় তাঁর নামে কোথাও মিছিল করা, কোথাও আইন ভাঙা এরকম নানা কেস দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম এর মামলা সম্পর্কে তিনি জানালেন যে, ঝাড়গ্রামে তার বিরুদ্ধে আর্মস কেস দেওয়া হয়েছিল। তিনি আরও জানালেন যে, তার নামে কেউ কেস করেছিল, তিনি নাকি বন্দুক দেখিয়ে তাকে ভয় দেখিয়েছেন।

পুলিশের সঙ্গে সঙ্গেই প্রবল কটাক্ষ করলেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে। তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূল ঠিক করে নিক, কে বিজেপির বিরোধীদল হবে? মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যে নেতাদেরকে পাঠাচ্ছেন। একসময় এরকম চেষ্টা করেছিল সিপিএম। এখন সিপিএমকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাই টস করে তারা ঠিক করে নিন, বিজেপির বিরোধী কে হবে? কারণ লড়াই করে কেউ বিজেপি বিরোধী হতে পারছে না? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টাকা লুট করছেন। আর অন্য রাজ্যে যাচ্ছেন, নেতা পাঠাচ্ছেন, দল পাঠাচ্ছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!