এখন পড়ছেন
হোম > রাজ্য > ২ টাকা কেজি চাল নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত ঘোষণা খাদ্যমন্ত্রীর, বার্তা দলীয় কর্মীদের

২ টাকা কেজি চাল নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত ঘোষণা খাদ্যমন্ত্রীর, বার্তা দলীয় কর্মীদের


২ টাকা কেজি চাল নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত ঘোষণা খাদ্যমন্ত্রীর, বার্তা দলীয় কর্মীদের।ঝাড়গ্রাম লাগোয়া পুরুলিয়া ও বাঁকুড়াতেও রেশন ব্যবস্থার বিষয়ে করা হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বাঁকুড়ার রবীন্দ্রভবনে জেলা প্রশাসন, ডিলার-ডিস্ট্রিবিউটর ও রেশন ব্যবস্থার সাথে যুক্ত অধিকারিকদের সাথে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী। এদিন তিনি বেশ কয়েকটি করা নির্দেশিকা জারি করেন। এদিন তিনি প্রশাসনকে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন,”দু’টাকা কেজি চালের উপভোক্তার তালিকায় জনপ্রতিনিধিরা বেআইনি ভাবে কোনও অবস্থাপন্ন লোককে ঢোকাতে পারবেন না। আমি ভোটের জন্য চারটি অবস্থাপন্ন লোককে রেশন কার্ড দিয়ে দেব, এটা বরদাস্ত করা হবে না। কোনও ব্যক্তি যদি রেশন কার্ড বা দু’টাকা কিলো চালের জন্য আবেদন করেন, তাহলে সেই আবেদন বিডিও-র কাছে যাবেই। বিডিও-র তরফেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, তা ভাল করে খতিয়ে দেখতে হবে।” রেশন সামগ্রীর মান বিষয়ক প্রসঙ্গে তিনি নির্দেশিকা জারি করে জানান,”বৈঠকের পর জেলা প্রশাসনের এক কর্তার কথায়,”খাদ্যমন্ত্রী দু’টাকা কিলো চালের উপভোক্তা নির্ণয়ের আগে বিডিওদের খোঁজখবর করতে বলেছেন। তা যাতে ঠিক ভাবে হয়, আমরা নজরে রাখব।”রেশন দোকানে খাদ্য দ্রব্যের মান এবং মজুতের পরিমাণ লিখে রাখতে হবে বোর্ডে। কোনও অসুবিধা হলে, গ্রাহকেরা যাতে নির্দিষ্ট জায়গায় ফোন করতে পারেন, সে জন্য খাদ্য দফতরের টোল ফ্রি নম্বরও উল্লেখ করতে হবে ওই বোর্ডে।” সম্প্রতি পুরুলিয়া ও বিষ্ণুপুরে নিম্নমানের চাল ও আটা উপভোক্তাদের বিলি করার অভিযোগ ওঠে। আটার মান খতিয়ে দেখার জন্য বাঁকুড়ার জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে আটা কলগুলি পরিদর্শনের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। এদিন জ্যোতিপ্রিয় বাবু জানান,”রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য পঞ্চায়েত ভোটের পরপরই সব রেশন দোকানে একটি বিশেষ মেশিন বসানো হবে। তাতে কোনও গ্রাহককে কী জিনিস, কত পরিমাণে দেবে তা সরসারি খাদ্য দফতরে চলে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!