এখন পড়ছেন
হোম > জাতীয় > দ্বায়িত্ব পেয়েই বাংলায় পা রাখতে চলেছেন কংগ্রেসের নতুন পর্যবেক্ষক

দ্বায়িত্ব পেয়েই বাংলায় পা রাখতে চলেছেন কংগ্রেসের নতুন পর্যবেক্ষক

রাজ্যের কংগ্রেস দলকে উজ্জ্বীবিত রাখতে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের নয়া এআইসিসির ইনচার্জ গৌরব গগৈ। দলের রাজ্য দফতর বিধান ভবন সূত্রে এ খবর পাওয়া গেছে। জানা গিয়েছে তাঁর কলকাতায় আগমনের দিনেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকে অংশ গ্রহণ করার পরিকল্পনা। যা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রাজ্যের শীর্ষ নেতৃত্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রবিবার পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সি পি জোশী’র অপসারণ ঘটিয়ে তাঁর পরিবর্তে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অসামের এই যুব নেতার পশ্চিমবঙ্গে এআইসিসির ইনচার্জ পদে দায়িত্ব প্রাপ্তি সম্পর্কে বিধান ভবনের এক নেতা বললেন, “আগামী বছরেই লোকসভা নির্বাচন। কিন্তু বাংলায় কংগ্রেসের হাল খুবই খারাপ। দিন দিন দল ভাঙছে। গৌরব গগৈ একদম তরুণ। খুবই এনার্জেটিক। আমাদের সংগঠনের খুঁতগুলো ধরে তিনি যে বাংলার কংগ্রেসে আবার সুদিন ফিরিয়ে আনবেন, সেই আশাই করছি। অন্যদিকে দলের অভিজ্ঞ নেতা তথা কংগ্রেসের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র বললেন, ”প্রায় পাঁচ বছর জোশী পশ্চিবঙ্গের দায়িত্বে ছিলেন। বাংলাকে যতটা সময় দেওয়ার কথা সেটা উনি দেননি। ওনার সেরকম কোনও উত্‍সাহই ছিল না। আশা করি নতুন যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আমাদের সময় দেবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!