এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ২৪-এই রাজ্যে বিধানসভা ভোট, নবান্নের কম্পন ধরালেন শুভেন্দু!

২৪-এই রাজ্যে বিধানসভা ভোট, নবান্নের কম্পন ধরালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বারবার এই অভিযোগ তুলে ধরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সম্প্রতি রাজ্যে বিজেপির বৈঠকে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া যায় না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্ষেত্রে গণতান্ত্রিক পথেই বিজেপিকে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী হিংসার বর্ষপূর্তির ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়ে 2024-এ লোকসভা এবং বিধানসভা ভোট একসাথে হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপর বুধবার আবারও আরও একটি কর্মসূচি থেকে এই বিষয়টি তুলে ধরেছেন তিনি। যাকে কেন্দ্র করে বিরোধী দলনেতার বক্তব্যের পর রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন বিজেপির একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “রাজ্যের যা অবস্থা, প্রতিনিয়ত বিরোধী দলের নেতা-কর্মীরা খুন হচ্ছেন‌। আজকেও একজন মারা গিয়েছেন। প্রতিদিন সকালে উঠে মৃত্যুর খবর শুনতে হচ্ছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। আমি বলে রাখছি, 2024 সালে লোকসভা এবং বিধানসভা ভোট একসাথে হবে।” স্বভাবতই শুভেন্দু অধিকারী পরপর দু’দিন যেভাবে এই কথা বললেন, তাতে কার্যত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাহলে কি তার কাছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো খবর রয়েছে! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!