এখন পড়ছেন
হোম > অন্যান্য > চালু হচ্ছে সিরিয়াল? করোনার ভ্যাকসিন আবিষ্কার কি সময়ের অপেক্ষা? সোশ্যাল মিডিয়ায় তীব্র শোরগোল

চালু হচ্ছে সিরিয়াল? করোনার ভ্যাকসিন আবিষ্কার কি সময়ের অপেক্ষা? সোশ্যাল মিডিয়ায় তীব্র শোরগোল


ছোটপর্দা থেকে বড়পর্দা। লোকডাউনের জেরে বন্ধ হয়েছিল সমস্ত বাংলা সিরিয়ালও। অবশেষে আশার আলো দেখা গেল বিনোদন জগতে। মুখ্যমন্ত্রীর বিনোদন জগতের উদ্দেশে নোটিশে লিখেছেন আগামী মাসের প্রথম দিন থেকেই শুরু হবে টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের শ্যুটিং। তবে বন্ধ থাকবে রিয়্যালিটি শো, ওয়েব পোর্টাল এবং ওটিটি প্ল্যাটফর্মের শ্যুটিং। রয়েছে আরও কয়েকটি বাধানিষেধ।

তবে বাংলা সিরিয়েল বন্ধ হওয়ায় খুশির হাওয়া লেগেছিলো পুরুষ মহলে।কেননা তাদের মতে, সারাদিন মা ,স্ত্রী বাড়ির মেয়েরা টিভি খুলে বসে থাকতেন, দরকারে হাতে এতটুকুও রিমোট পেতেন না, উল্টে ঝগড়া অশান্তিতে কাটাতে হতো। বাংলা সিরিয়েল বন্ধ হওয়ায় বাড়ির মেয়েদের জীবনে প্রায় একপ্রকার নেমে এসেছিলো অন্ধকার , যায় হোক এবার পুরুষ জীবন্ত অন্ধকার ঘনিয়ে মেয়েদের মুখে হাসি ফুটিয়ে চালু হচ্ছে বাংলা সিরিয়েল।

এদিকে এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে , পড়ছে পোস্ট এর পর পোস্ট , বেশিরভাগের মতেই, কোনো দেশ এখনো করোনা ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নি কিন্তু এবার বাংলা সিরিয়াল ফের শুরু হচ্ছে ফলে আর কয়েকদিনের মধ্যেই কোরোনার ভ্যাকসিন বের হবে। অবশ্যই সিরিয়ালে। কেননা এখনকার সবচেয়ে বড়সড় বিষয় হলো করোনা ফলে সেই নিয়ে সিরিয়ালে প্লট তো থাকবেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের মতে, সিরিয়েল মানেই একটা লোকের ৫ টা বৌ তার বৌদের আবার ৩ -৪ টা করে বয়ফ্রেইন্ড, বড়, এক্স বয়ফ্রেইন্ড , এইসব তো আছেই, বৈধ অবৈধ সন্তান সন্তাটিও অনেকগুলিও এই পর্যন্ত ঠিক ছিল, সাথেই নতুন সংযোজন দাড়ি কাটা কাঁচি নিয়ে গল্পের নায়িকা গায়ে জড়ানো টাইম বম্মব এর তার কেটে অন্যকে বাঁচানো, বিষ খেয়ে গ্রামের শ্যামলা সাধাসিধে মেয়ের মোর যাওয়া আবার হটাৎ করে ফর্সা,স্মার্ট হয়ে ফিরে আসা।এসব তো আছেই তাই অনেকের মতে এইসব আজগুবি বিষয়ের সাথে এবার কোরোনার ভ্যাকসিন ও যোগ হবে।

তাদের মতে, হয়তো দেখা যাবে গ্রামের পড়াশোনা না জানা কোনো এক মেয়ের শহুরে বাড়িতে বিয়ে হয়েছে ,হটাৎ করে তার স্বামী করোনা আক্রান্ত সে বাঁচাতে নিজেই করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেললো গোটা বয়সেও ছড়িয়ে গেলো তা নাম, মানব জাতি উদ্দার হলো , সে নোবেল পেলো। আর এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়। এটা একেবারেই আমাদের কথা নয়, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন দেখতে পাবেন এমন এক কিছু।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব খুললো রয়েছে কিছু বিডিনিশেষ। যেমন, সেটে খুব বেশি হলে উপস্থিত থাকবে ৩৫ জন। অভিনেত্রী, অভিনেতা, পরিচালক এবং টেকনিশিয়ান সহ ৩৫ জনের বেশি একজনও অতিরিক্ত ব্যক্তি থাকতে পারবেন না সেটে। এছাড়াও অন্যান্য নিয়ম মেনেই চলবে শ্যুটিং। ইনডোর ছাড়াও আউটডোর শ্যুটিংয়ের অনুমতিও দিয়েছে সরকার। আউটডোর শ্যুটিংয়ে থাকবে কড়া নিয়ম। যা মেনেই চলবে শ্যুটিংয়ের যাবতীয় কাজ।
ফলে এখন অপেক্ষা করুন কবে করোনা ভ্যাকসিন আবিষ্কার হয় ,আর কোন নায়িকা তা করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!