এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজয় উৎসবে বিজেপি নেত্রীর কি ‘ডিলে’ তৃণমূলকে সমর্থন ফাঁস করবেন শুভেন্দু অধিকারী!

বিজয় উৎসবে বিজেপি নেত্রীর কি ‘ডিলে’ তৃণমূলকে সমর্থন ফাঁস করবেন শুভেন্দু অধিকারী!

 

জমজমাট হয়ে উঠেছে রাজ্যের হেভিওয়েট কেন্দ্র খড়গপুর বিধানসভার উপনির্বাচন। এতদিন এই কেন্দ্রে বিজেপির বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু বর্তমানে তিনি সাংসদ হয়ে যাওয়ায় তার ছেড়ে যাওয়া এই কেন্দ্রে এবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী 25 নভেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ইতিমধ্যেই জোর প্রচার শুরু হয়ে গেছে।

বিজেপির তরফে প্রেমচাঁদ ঝাঁকে প্রার্থী করা হলে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে। আর বিজেপির কাছ থেকে এই কেন্দ্র নিজেদের দখলে আনতে এখন তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীই ঘাসফুল শিবিরের বড় ভরসা।

ইতিমধ্যেই একাধিকবার এই কেন্দ্রে প্রচারে এসে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। আর এবার প্রচারে এসে দলবদলকারী বিজেপি নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে। বস্তুত, তৃণমূলের কাউন্সিলর বেলারানী অধিকারীকে সম্প্রতি বিজেপি প্রার্থীর একটি সভায় উপস্থিত থাকতে দেখা যায়। যেখানে বেলাদেবী অভিযোগ করেন যে, তাকে জোর করে তৃণমূল কংগ্রেস নিজেদের দলে যোগদান করিয়েছিল। কিন্তু তিনি সেখানে স্বাধীনতা না পাওয়ায় আবার বিজেপিতে ফিরে এসেছেন। আর এবার খড়্গপুরের প্রচারে এসে সেই বেলারানী অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের শুভেন্দু অধিকারী।

এদিন তিনি বলেন, “উনি কতবার কত রকম পতাকা ধরেছেন, তার ঠিক নেই। উনি বলছেন, 15 সালে ওনাকে নাকি এক পুলিশ অফিসার জোর করে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন! এখন সেই অফিসার তো ওনার দলেই আছেন। ওর সঙ্গে আমাদের গোপন কি “ডিল” হয়েছিল, তা ভোটের পরে বলব। উনি ব্যক্তি স্বার্থে আমাদের সমর্থন করেছিলেন। কি ছিল সেই ব্যক্তি স্বার্থ, বিজয় উৎসবে এসে তা বলে দেব।” আর তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এখন রাজ্য রাজনীতিতে বাড়িয়ে দিয়েছে জল্পনা। তাহলে কি বেলারানী অধিকারী সম্পর্কে তার মনে গোপন কোনো কথা রয়েছে! আর তাই কি সেই কথা তিনি পড়ে ফাঁস করবেন বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন? কিন্তু কী সেই কথা! এখন তা নিয়েই নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

 

এদিকে এদিন বেলারানী অধিকারীকে আক্রমণ করার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা এই কেন্দ্রের ভূতপূর্ব বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “প্রদীপ সরকারকে বিধায়ক করার জন্য আপনাদের দুয়ারে এসেছি। খড়্গপুরের মানুষ এক বছরে দুবার ভোট চাননি।

কিন্তু দিলীপ ঘোষ আপনাদের উপর চাপিয়ে দিয়েছেন। উনি আপনাদের মুখ্যমন্ত্রী হবেন বলেছিলেন। কিন্তু তিনি বিধায়ক থাকাকালীন কোনো কাজ করেননি। বিধানসভায় একটি শব্দ উচ্চারণ করেননি। রেল এলাকায় অনেক সমস্যা আছে। সিআরপিএফ অত্যাচার করে। কিন্তু এর বিরুদ্ধে ওনার কোনো ভূমিকা নেই। এখানে লড়াই দিলীপ ঘোষ বনাম প্রদীপ সরকারের লড়াই। দীলিপবাবু কি করেছেন, আর চেয়ারম্যান প্রদীপ সরকার কি করেছেন, তার বিচার হবে। দিলীপ ঘোষ এমএলএ ল্যাডে 2 কোটি 40 লক্ষ টাকা পেয়েছিলেন। কিন্তু একটি কাজও করেননি। ওকে টাটা বাই বাই, ভোট দেওয়ার দরকার নাই। আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়ে দিন। আমাদের সরকার দুহাত ভরে উন্নয়ন করবে।”

এদিকে বিজেপির অন্তর্কোন্দল নিয়েও এদিন সরব হন তৃণমূলের শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এবার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, তিনি আগে সিপিএমের প্রার্থী হয়েছিলেন। বিজেপির অনেকে বলছেন, উনি আমাদের প্রার্থী নন। আমাদের প্রার্থী প্রদীপ পট্টনায়ক। চার বছর আপনারা দিলীপ ঘোষকে দিয়েছেন। একটা বছর আমাদের দিন। আমি মেদিনীপুরের ছেলে হয়ে কথা দিয়ে যাচ্ছি, অনেক উন্নয়ন হবে।” সব মিলিয়ে খড়্গপুরে এসে একদিকে বেলারানী অধিকারীর বিরুদ্ধে সরব হওয়া, আর অন্যদিকে দলীয় প্রার্থী প্রদীপ সরকারকে জেতানোর আহ্বান জানিয়ে প্রচারে বাজিমাত করার চেষ্টা করলেন তৃণমূলের শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!