এখন পড়ছেন
হোম > রাজ্য > আনন্দে বাইকে করে অস্ত্র শান দিতে বেরিয়েছে ,অশান্তি নেই দাবি অনুব্রতর

আনন্দে বাইকে করে অস্ত্র শান দিতে বেরিয়েছে ,অশান্তি নেই দাবি অনুব্রতর


কোথাও অশান্তি নেই ,শান দেওয়ার জন্যেই অস্ত্র নিয়ে তৃণমূল কর্মী শহরে এসেছেন জানালেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। বীরভূমে বাইক নিয়ে তৃণমূলের পতাকা নিয়ে হাতে বঁটি, কাটারি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই নিয়ে বিরোধীদের অভিযোগ এখানে মনোনয়ন জমা দিতে না দেবার জন্যই এই সন্ত্রাস চালাচ্ছে আর অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে। এই নিয়ে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তিনি স্পষ্ট জানান যে গ্রামের মানুষ বঁটি, কাটারি, কাস্তেতে শান দিতে শহরে এসেছেন কেননা গ্রামে শান দেবার মেশিন নেই। আর এত দূরের রাস্তা তাই বাইকে করে এসেছে। তৃণমূলের পতাকা লাগিয়ে অস্ত্রে শান দিতে এসেছে কেন প্রশ্নের উত্তরে তিনি জানান, আনন্দে পতাকা নিয়ে বেরিয়েছে, কোনো গোলমাল নেই। বিরোধীরা কি আমার কাছে এসেছে বলেছে মনোনয়ন জমা দিতে পারিনি। আমিতো বলেছিলাম যে সব ব্যাবস্থা করে দেব, এগুলো অপপ্রচার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!