এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তালাবন্দি তৃণমূল বিধায়ক, বিজেপির বিক্ষোভ ব্যাকফুটে ঘাসফুল!

তালাবন্দি তৃণমূল বিধায়ক, বিজেপির বিক্ষোভ ব্যাকফুটে ঘাসফুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সাধারন মানুষদের পক্ষ থেকে আপত্তি করা সত্ত্বেও সেই আপত্তি শোনেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে আপত্তি না শোনার কারণে এবার স্থানীয় তৃণমূল বিধায়ককে চরম শিক্ষা দিল ভারতীয় জনতা পার্টি। যেখানে বিজেপির পক্ষ থেকে রীতিমতো তৃণমূল বিধায়ককে তালাবন্দি করে রাখা হল। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার সাঁকরাইল এলাকায়। জানা গিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে একটি ফ্ল্যাটে দলীয় কার্যালয়ে তৈরি করার চেষ্টা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। তবুও তৃণমূল সেই কাজ করতে উদ্যোগ গ্রহণ করে। আর তারপরেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, হাওড়ার সাঁকরাইলের চাপাতলায় একটি আবাসন রয়েছে। বেশ কিছুদিন আগে সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল এই আবাসনে দলীয় কার্যালয় গঠন করার সিদ্ধান্ত নেন। আর সেই মতো করে তিনি সকলের সাথে কথা বলেন। তবে এই আবাসনেই থাকেন বিজেপি নেত্রী সুমনা সেনগুপ্ত। তিনি এর তীব্র বিরোধীতা করতে শুরু করেন। তবে সোমবার স্থানীয় তৃণমূল বিধায়ক আবাসনে তাদের দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসতেই সেই গোটা ঘটনায় প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি নেত্রী। পরবর্তীতে তৃণমূল বিধায়ক প্রিয়া পালকে গ্যারেজের ভেতর বন্দী করে তালা দিয়ে দেন একাংশ। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করে। যদিও এই ঘটনার পরেই সেই বিজেপি নেত্রী এবং তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলেও, এই গোটা ঘটনায় যথেষ্ট চাপের মুখে পড়ে গেল তৃণমূল কংগ্রেস। আবাসনে দলীয় কার্যালয় গঠন করার চেষ্টা হলেও, তা নিয়ে যে সাধারণ মানুষ সহ একাংশের আপত্তি রয়েছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। যার ফলে রীতিমতো তৃণমূল বিধায়ক তালাবন্দি হয়ে গিয়েছিলেন। তাই এই পরিস্থিতিতে আবাসনে দলীয় কার্যালয় গঠন করতে গিয়ে তৃণমূল বিধায়কের উদ্যোগ যে কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সাধারণ মানুষকে নিয়েই প্রতিবাদ করেছিলেন সেই আবাসনে থাকা বিজেপি নেত্রী। কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করে কণ্ঠরোধ করার চেষ্টা করল। তবে এসব করে কিছুই হবে না। বিজেপি নেত্রীর দাবির সঙ্গে সেই আবাসনের থাকা সিংহভাগ মানুষ সহমত পোষণ করেছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!