এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত রাজ্যের কৃষকরা! তথ্য সামনে এনে চমকে দিলেন শুভেন্দু!

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত রাজ্যের কৃষকরা! তথ্য সামনে এনে চমকে দিলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  মাঝেমধ্যেই রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে দড়ি টানাটানি সামনে এসেছে। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কিষান সম্মান নিধি, কেন্দ্রের নানা প্রকল্পের সঙ্গে রাজ্যের নানা প্রকল্প নিয়ে ঠোকাঠুকি কার্যত সর্বজনবিদিত। আর কেন্দ্র বনাম রাজ্যের এই প্রকল্পের সংঘাতের ফলে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন বলে বারবার দাবি করতে দেখা গিয়েছে বিশেষজ্ঞদের। আর এবার কিষান সম্মান নিধি প্রকল্প নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত সামনে চলে এল। বলা বাহুল্য, এই কিষান সম্মান নিধি প্রকল্পের নবম কিস্তির টাকা ইতিমধ্যে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

তবে বাংলার কৃষকরা তা থেকে বঞ্চিত বলে দাবি করছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণের অভিযোগ করা হচ্ছে। যদিও বা এই অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে টুইট করে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে এই কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা থেকে রাজ্যের কৃষকরা বঞ্চিত হওয়ার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে নিজের ট্যুইটের মধ্যে দিয়ে বারবার গোটা বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। টুইটারে শুভেন্দু অধিকারী লেখেন, “রাজ্যের কারণেই এতদিন এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের চাষিরা। যেহেতু এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় এবং এখানে কোনো কাটমানি নেওয়ার সুযোগ নেই, তাই এতদিন পর্যন্ত এই প্রকল্পের সুবিধা এই রাজ্যের চাষিরা পাননি।

রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও আবেদনকারী চাষীদের সমগ্র তথ্য যাচাই করে দেওয়া হয়নি। যে কারণে প্রচুর চাষীদের বঞ্চিত থাকতে হচ্ছে।” অর্থাৎ শুভেন্দু অধিকারী এই গোটা বিষয়ে রাজ্য সরকারকে আরও একবার কাঠগড়ায় দাঁড় করিয়ে বুঝিয়ে দিলেন যে, কেন্দ্রের পক্ষ থেকে যে প্রকল্প আনা হয়েছে, তা সকল চাষীদের জন্য। কিন্তু রাজ্যের কারণেই বাংলার চাষিরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই রাজ্যের কৃষক বন্ধুর আওতায় থাকা সমস্ত চাষীদের কাছে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরে একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে চিঠির মধ্যে দিয়ে তিনি বারবার কেন্দ্রের বঞ্চনার জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিকমতো পাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে প্রতি মুহূর্তে বাংলাকে অবহেলা করছে, সেই চিঠির মধ্যে দিয়ে তা বাংলার কৃষকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা এই ব্যাপারে টুইট করে রাজ্য সঠিক তথ্য না দেওয়ার কারণে কেন্দ্রের এই প্রকল্পের টাকা বাংলার কৃষকরা পাচ্ছে না, তা বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তবে কার দাবি সত্যি, এখন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!