এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কেন্দ্রের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বলে দাবি রাহুল গান্ধীর? জোর শোরগোল জাতীয় রাজনীতিতে

কেন্দ্রের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বলে দাবি রাহুল গান্ধীর? জোর শোরগোল জাতীয় রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় দেশের ১৫ থেকে ১৮ বছর বয়স্কদের ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সতর্কতামূলক ডোজ দেওয়া হবে ষাটোর্ধ্ব স্বাস্থ্কর্মী ও করোনা যোদ্ধাদের। আগামী ১০ ই জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে তাদের জন্য করোনার সতর্কতামূলক ডোজ চালু করা হবে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে এবার নিজের সিদ্ধান্ত বলেই দাবি করলেন রাহুল গান্ধী। নিজের বক্তব্যের স্বপক্ষে দেখালেন তার একটি পুরনো টুইট। যাকে ঘিরে তোলপাড় রাজনীতি মহল।

করোনার বুস্টার ডোজ ঘোষণার পরেই এক বিশেষ টুইট করেছেন রাহুল গান্ধী, যেখানে তিনি দাবি করেছেন তাঁর পরামর্শ গ্রহণ করেই কেন্দ্র বুস্টার ডোজ ঘোষণা করেছে। যা একদম সঠিক পদক্ষেপ। তবে আপাতভাবে কেন্দ্রের এই উদ্যোগের প্রশংসা করলেও আসলে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, একাধিক দেশে যখন বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছিল? তখন দেশে কবে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে এই প্রশ্ন অনেকে করেছিলেন। সে সময় রাহুল গান্ধী টুইট করে জানতে চেয়েছিলেন, দেশে কবে থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে? তার এই পুরনো টুইটকে তুলে ধরে রাহুল গান্ধী জানালেন, কেন্দ্র সরকার টিকা নিয়ে তার পরামর্শ গ্রহণ করেছে। যা একদম সঠিক পদক্ষেপ। দেশের সমস্ত মানুষের কাছে ভ্যাকসিনের সুবিধা পৌঁছে দিতে হবে।

এভাবেই ভ্যাক্সিনেশন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারের বুস্টার ডোজ দেবার সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বলেই দাবি করলেন তিনি। যদিও এ বিষয়ে কেন্দ্র এখনো পর্যন্ত নিরব। রাহুল গান্ধীর টুইটের পর কেন্দ্রের পক্ষ থেকে কি জবাব দেয়া হয়? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!