এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের পেছনে গুন্ডা লেলিয়ে দিচ্ছে বিজেপি? মমতার অভিযোগের পরেই টালমাটাল বঙ্গ!

অভিষেকের পেছনে গুন্ডা লেলিয়ে দিচ্ছে বিজেপি? মমতার অভিযোগের পরেই টালমাটাল বঙ্গ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ত্রিপুরার ঘটনার পরেই এবার ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জীবন নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা গেল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি ত্রিপুরায় পা রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রথম তিনি যেদিন ত্রিপুরায় পা রাখেন, সেদিন তার গাড়িতে হামলা করার পাশাপাশি তাকে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে তৃণমূলের যুব সংগঠনের তিন নেতা নেত্রীর ওপর হামলা হতেই আবার রবিবার ত্রিপুরাতে পা রাখেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেখানেও তাকে মাঝেমধ্যেই বিক্ষোভের মুখে পড়তে হয়। আর এই পরিস্থিতিতে দলের যুব সংগঠনের তিন নেতা নেত্রীকে নিয়ে কলকাতায় ফিরে আসার পরেই সেই আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়ে বিজেপির বিরুদ্ধে বড়সড় অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে গুন্ডা লেলিয়ে দেওয়া হচ্ছে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পরেই রীতিমতো টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার এসএসকেএম হাসপাতালে যান তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আক্রান্ত সুদীপ রাহা এবং জয়া দত্তকে দেখে আসেন তিনি। আর তারপরেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা যায় তাকে।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “অভিষেক বিমানে করে কোথাও গেলে ওর পাশের পাঁচটা আসন বুক করে গুন্ডা তুলে দেওয়া হচ্ছে। অভিষেকের জীবন বিপন্ন।” স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে যেরকম বিস্ফোরক অভিযোগ করা হল, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও বা তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে খন্ডন করে দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, “আমাদের কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে, বিজেপি অভিষেকের পেছনে নজর রাখবে! এটা হল কাউকে প্রচারের আলোয় আনার চেষ্টা।” পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে যে সংশয় প্রকাশ করলেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে তিনি নাম না করে যে বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে তৃণমূল নেত্রী এই ব্যাপারে অভিযোগ করতেই তাকে পাল্টা খন্ডন করে দিল ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!