এবার মুকুলরায়কে সমর্থন মানস ভূঁইয়ার, রাজ্য রাজনীতিতে নয়া মোড়,জেনে নিন আসল বিষয়! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য July 10, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরেই প্রবলভাবে ক্ষুব্দ হয় বিজেপি। এই ঘোষণাকে অনৈতিক ও অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপির বিধায়কেরা। প্রসঙ্গত, বিজেপি ছেড়ে দিলেও বিজেপির বিধায়ক পদ ছেড়ে দেননি মুকুল রায়। তাঁকে বিজেপির বিধায়ক বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে পিএসসির চেয়ারম্যান করার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে বিজেপি। তবে তৃণমূল বিধায়ক ও রাজ্যের জল সম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া জানালেন যে, স্পিকারের এই ঘোষণা যথার্থ। প্রসঙ্গত মুকুল রায়ের মতো মানস ভূঁইয়াকেও পিএসির চেয়ারম্যান পদে আনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। এ প্রসঙ্গে মানস ভুঁইয়া জানালেন যে, তিনি ছিলেন কংগ্রেসের সবচাইতে প্রবীণ সদস্য ও বিরোধী দলের সদস্য। বিরোধী দলের পক্ষ থেকে তাঁকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। এক্ষেত্রে স্পিকারের সম্পূর্ণ অধিকার আছে, নিজের ক্ষমতা প্রয়োগ করবার। এক্ষেত্রে নিয়ম হলো তাঁকে বিরোধী দলের সদস্য হতে হবে ও বরিষ্ঠ সদস্য হতে হবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যিনি মনোনয়ন করেছেন, তাঁর নাম থাকতে হবে প্যানেলে। সেই প্যানেলে তাঁর নাম ছিল। তাই তাঁর নাম স্পিকার ঘোষণা করেছিলেন। কংগ্রেস তা মেনে নেয়নি। তখন কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল, সিপিএম সদস্য সুজন চক্রবর্তীকে এই পদে আনতে। তাই তাঁকে পদ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু পদ ছেড়ে দেননি তিনি। কংগ্রেস বহিস্কার করেছিল তাঁকে। তিনি যদি পিএসির চেয়ারম্যান হতে পারেন। তবে মুকুল রায় চেয়ারম্যান হলে আপত্তি কোথায়? প্রশ্ন করেছেন তিনি। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার এই বক্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী জানালেন যে, মানস ভুঁইয়া ও মুকুল রায়ের ব্যাপার কখনোই এক নয়। ২০১৬ সালে যা হয়েছিল, তার পরিস্থিতি ছিল আলাদা। সে সময় মানস ভুঁইয়া ছিলেন কংগ্রেসের সদস্য। এখন মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাই দুটি বিষয় কখনই এক করে দেখা যায় না। প্রসঙ্গত, ২০১৬ সালে যখন মানস ভুঁইয়া পিএসির চেয়ারম্যান হয়েছিলেন, সে সময় তিনি কংগ্রেসের সদস্য ছিলেন ও কংগ্রেসের প্রতীকে সবং বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এরপর ২০১৭ সালে তিনি তৃণমূলের রাজ্যসভার সদস্য হয়েছিলেন। সে সময় বিধায়ক পদ যেমন ছেড়ে দিয়েছিলেন তিনি, তেমনি পিএসির চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছিলেন। এবার, মুকুল রায়ের বিধানসভার সদস্যপদ খারিজ করতে কঠোর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। আপনার মতামত জানান -