এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদি সরকারের ওপর ক্ষুব্ধ মধ্যবিত্ত থেকে প্রবীণ নাগরিক, জেনে নিন কারণ!

মোদি সরকারের ওপর ক্ষুব্ধ মধ্যবিত্ত থেকে প্রবীণ নাগরিক, জেনে নিন কারণ!

 

2014 হোক বা 2019, দুবার ক্ষমতায় আসার আগে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ক্ষেত্রে আচ্ছে দিন আনার বার্তা দিতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু বারেবারেই স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে দেশের মধ্যবিত্ত থেকে প্রবীণ নাগরিকরা কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে।

আর সাধারণ মানুষের সেই ক্ষোভ প্রশমিত করতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বল্প সঞ্চয়ের সুদের হার বাড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আগামী মাসে ফের নতুন করে সেই সুদের হার ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার বলে জল্পনা ছড়িয়ে পড়ল। আর যদি সত্যিই কেন্দ্র এই ব্যাপারে কোনো ঘোষণা করে, তাহলে স্বল্প সঞ্চয়ে সুদের হার আবার কমতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ।

আর চড়া মূল্য বৃদ্ধির সময় কেন্দ্রের এই ঘোষণায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়বেন। যার ফলে দেশের মধ্যবিত্ত থেকে সাধারণ নাগরিকেরা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারেন বলে মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, এর আগে বছরে অন্তত একবার করে স্বল্প সঞ্চয়ের প্রকল্পগুলিতে সুদ ঘোষণা করতে দেখা যেত কেন্দ্রীয় সরকারকে। কিন্তু আবার আগামী মাসে এই স্বল্প সঞ্চয়ের সুদের হার কমায় তৈরি হয়েছে আশঙ্কা।

কিন্তু কেন কমছে এই সুদের হার! জানা গেছে, চলতি মাসে কেন্দ্রীয় সরকারকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অনুরোধ করা হয়েছে, কেন্দ্র সরকার যেন স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়ে দেয়। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন্দ্রকে কোনো অনুরোধ করলে, কেন্দ্র সেই অনুরোধ রাখে। তাই সেদিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিজার্ভ ব্যাংকের এই অনুরোধ যাচাই করে দেখবেন বলে মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, চলতি মাসে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বারবার রেপো রেট কমিয়ে দেওয়া হয়েছে। সেইমত ব্যাংকগুলোর ঋণের সুদ কমানোর কথা বলা হলেও, অধিকাংশ ব্যাংক তা এখনও কমায়নি। যা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। তবে এক্ষেত্রে ব্যাংকের তরফে বলা হচ্ছে, ঋণের উপর সুদের হার তখনই কমানো সম্ভব, যখন আমানতে বা জমা টাকায় সুদের হার কমানো যাবে। কিন্তু বর্তমানে অনেক ব্যাংক সুদের হার কমাতে রাজি হচ্ছে না। যার অন্যতম কারণ স্বল্প সঞ্চয়ের সুদ।

কেননা এমনিতেই ডাকঘরে স্বল্প সঞ্চয় সুদ অনেকটাই বেশি। তাই ব্যাংক যদি সেই সুদ কমিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষ পোস্ট অফিসে টাকা রাখতে শুরু করবেন। যা ব্যাংকগুলোর ক্ষেত্রে অনেকটাই ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। তাই সেদিক থেকে এবার স্বল্প সঞ্চয় সমিতির সাধারণ মানুষকে ধাক্কা দিতে পারে কেন্দ্রীয় সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এই সমস্ত সম্ভাবনার দিক নিয়েই এখন আশঙ্কাকে আঁকড়ে ধরে বাঁচছেন মধ্যবিত্ত থেকে প্রবীণ নাগরিকরা। যদি সত্যি সত্যিই আগামী মাসে স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার, তাহলে সাধারণ মানুষ যে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি প্রবল পরিমাণে ক্ষুব্ধ হবেন, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয়, আদৌ স্বল্প সঞ্চয় সুদের হার কমে কিনা! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!