এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নজরে এবার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের মন জয়? বিধানসভার আগেই বড়সড় সুখবর দিতে চলেছেন মমতা?

নজরে এবার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের মন জয়? বিধানসভার আগেই বড়সড় সুখবর দিতে চলেছেন মমতা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নানা কর্মসূচি পালনের কথা জানা যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের তরফে এবার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মন জয় করার জন্য নতুন ভাবনা ভাবতে দেখা গেছে। আর বিধানসভা নির্বাচনের আগে তার ফল ভোটব্যাঙ্কে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, প্রতি বছরই অসংগঠিত ক্ষেত্রের বিভিন্ন পেশার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে সংশ্লিষ্ট বোর্ড প্রাথমিক ভূমিকা পালন করে বলে জানা গেছে। সেখানে বাম সরকারের সময় থেকেই এই ব্যবস্থা চালু রয়েছে। সেইসময় বোর্ড মোট ৬১টি পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি নির্ধারণ করত বলে জানা গেছে।

এর মধ্যে আনস্কিলড, সেমি স্কিলড, স্কিলড এবং হাইলি স্কিলড— এই চার ক্যাটিগরির শ্রমিক রয়েছে। তবে সব ক্ষেত্রেই বেশিরভাগ শ্রমিক আনস্কিলড বা অদক্ষ হওয়ায় তাঁদের মজুরিকেই ভিত্তি হিসেবে ধরা হত। আর এই হিসেব অনুযায়ী বর্তমানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় সাড়ে আট হাজার টাকা।

তবে সম্প্রতি জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রমদপ্তর অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত অন্তত ৫০ লক্ষ শ্রমজীবীর ন্যূনতম মজুরি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কত টাকা বৃদ্ধি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গেছে। জানা গেছে, শ্রমদপ্তরের অধীনস্থ ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ডের বৈঠকে বিশেষজ্ঞদের মতামত নিয়েই বর্ধিত মজুরির অঙ্ক ঠিক করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে ওই বৈঠকে শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিরা বাজারদরের প্রেক্ষিতে মাসে ন্যূনতম ১৮ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছেন। যদিও এই প্রসঙ্গে কত বৃদ্ধি করা হবে তা জানান হয়নি, তবুও আশা করা হচ্ছে, মজুরি বৃদ্ধি পেলে তার প্রভাব নির্বাচনে নিশ্চয়ই পড়বে। সেইসঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য মন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যান আবু হাসেম মণ্ডল বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এই বিষয়ে হাসেম সাহেব জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চিকিৎসক, ডায়েটেশিয়ান, নিউট্রিশিয়ান সহ নানা পেশার কয়েকজনকে নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে ওই কমিটি বৈঠক করে এক মাসের মধ্যে বর্ধিত মজুরির বিষয়টি চূড়ান্ত করবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, এর আগে মঙ্গলবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বোর্ডের বৈঠক হয় বলেও জানা গেছে।

ওই বৈঠকে তৃণমূল সাংসদ তথা আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন, সিটুর দেবাঞ্জন চক্রবর্তী, ইউটিইউসি (লেনিন সরণী)-র দিলীপ ভট্টাচার্য প্রমুখ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়াও শ্রম কমিশনার অভিনব চন্দ্রের মতো শীর্ষ আধিকারিকরাও ছিলেন বলে জানা যায়। তথ্য সূত্রে জানা গেছে, বর্তমানে ৮০টি পেশার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির আলাদা আলাদা তালিকা সহ সরকারি আদেশনামা রয়েছে।

কিন্তু সম্প্রতি মমতা সরকার ওই তালিকায় আরও কয়েকটি পেশাকে যুক্ত করেছে। তবে আইনি জটিলতার কারণে সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তাই মঙ্গলবারের বৈঠকে আপাতত ওই তালিকা সংশোধনের বিষয়েই আলোচনা হয়েছে বলে জানা গেছে। যদিও রাজ্যের শিল্পক্ষেত্রের সার্বিক সমস্যা ও উন্নয়নের কথা ভেবে আগের তুলনায় কম মজুরির পক্ষে প্রশ্ন উঠেছে বলেও জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!