এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসক-বিরোধী দুই বিধায়কের মধ্যে তোলাবাজি নিয়ে কাজিয়া, বাড়ছে ক্রমশ চাপানউতোর!

শাসক-বিরোধী দুই বিধায়কের মধ্যে তোলাবাজি নিয়ে কাজিয়া, বাড়ছে ক্রমশ চাপানউতোর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার শাসক-বিরোধী দুই বিধায়কের মধ্যে তোলাবাজি নিয়ে ব্যাপক বিবাদ তৈরি হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একদিকে সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম এবং অন্যদিকে ফারাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হকের মধ্যে তোলাবাজি নিয়ে ব্যাপক আক্রমণ-পাল্টা আক্রমণ জেলা রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। জানা গেছে, সম্প্রতি ধানঘরায় মাইক বাজিয়ে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের নাম করে তার লোক টাকা আদায় করছে বলে সরব হয়েছিলেন কংগ্রেস বিধায়ক মইনুল হক। আর এর পরেই পাল্টা মইনুলবাবুকে “তোলাবাজদের সর্দার” বলে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। যার ফলে শুধুমাত্র তোলাবাজির বিষয় নিয়ে শাসক-বিরোধী দুই বিধায়কের মধ্যে এরকম গন্ডগোল সামনে আসায় এখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

জানা গেছে, আমিরুল ইসলাম সম্প্রতি কংগ্রেস বিধায়ক মইনুল হককে কড়া ভাষায় আক্রমণ করতেই মইনুলবাবু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। আক্রমণ করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের বন্যা বইয়ে দিতে শুরু করেছেন বলেও খবর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ককে আক্রমণ করে ফারাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক বলেন, “সামশোরগঞ্জের মানুষ ভালো করে জানে কিভাবে জার্সি বদল করে এমএলএ হয়েছেন। তারা সকলেই জানে তিনি একসময় ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন। তখন তার কাছে মোটরসাইকেল কেনার পয়সা ছিল না। ভোটে জেতার পর তিন মাসের মধ্যে তিনখানা গাড়ি! লটারি পেয়েছেন নাকি!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মইনুলবাবুর অভিযোগ, “আমি বহু বছর ধরে বিভিন্ন পঞ্চায়েত এমনকি ধূলিয়ান পৌরসভা পর্যন্ত চালিয়েছি। তারা এখন অনেকেই আমাদের দলে নেই। তৃনমূলে গিয়েছেন। ধুলিয়ানের কাউন্সিলরররাও আমাদের দলে নেই। কিন্তু কেউ বলতে পারবে মইনুল হক তাদের কাছ থেকে এক টাকা নিয়েছে? অথচ ওই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আমি ওর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার সঙ্গে কে কোথায় বসবে? কলকাতা, ধুলিয়ান যেখানে খুশি বসুক।”

এদিকে মইনুল হক তার বিরুদ্ধে এরকম মন্তব্য করায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তার বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক যে অভিযোগ তুললেন, তা কতটা সত্যি? এদিন এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন আমিরুলবাবু। তিনি বলেন, “আমি তোলাবাজ? প্রমাণ করতে পারবেন তো! আমিও চ্যালেঞ্জ গ্রহণ করছি।” স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের দুই বিধায়কের এই ধরনের মন্তব্য এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একে অপরের বিরুদ্ধে যেভাবে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল এবং কংগ্রেসের বিধায়ক, তাতে তাদের এই অভিযোগ কতটা সত্যি, তা তদন্ত সাপেক্ষ বিষয়। তবে গোটা পরিস্থিতি যে উত্তেজনা প্রবণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!