এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট পর্ব নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসছে জে পি নাড্ডা, বাড়ছে জল্পনা !

ভোট পর্ব নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসছে জে পি নাড্ডা, বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কালে দেশের মধ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। আগামী ২৮ সে অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন। যে নির্বাচনের ফলাফল ঘোষিত হবে আগামী ১০ ই নভেম্বর। চলতি বছর বিহারে তিন দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৮ শে অক্টোবর প্রথম দফায় ৭১ টি আসনে হবে নির্বাচন। এরপর ৩ রা নভেম্বর দ্বিতীয় দফায় মোট ৯৪ টি আসনে হবে নির্বাচন। এরপর তৃতীয় ও সর্বশেষ দফাতে ৭৮ টি আসনে নির্বাচন হবে। এরপর ১০ ই নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। বিহারের মোট ২৪৩ টি আসনে নির্বাচন হবে। আগামী ২৯ সে নভেম্বর বিহারের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে।

করোনা সংক্রমণ কালে কিভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে, সে বিষয়ে গত কয়েক মাস ধরে একাধিকবার আলোচনা চালাতে দেখা গেল নির্বাচনী আধিকারিকদেরকে। আগামী নির্বাচনের বিষয়ে প্রশাসনের সঙ্গেও একাধিকবার আলোচনা করতে দেখা গেল নির্বাচনী আধিকারিকদের । করোনা সংগ্রমনকালে এভাবে নির্বাচন করতে গিয়ে যাতে করোনা সংগ্রমন ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করেছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারে এবার যথেষ্ট সম্ভাবনাময় অবস্থায় আছে এনডিএ জোট। বেশকিছু নির্বাচনী সমীক্ষা এই জোটের ক্ষমতার ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। তাদের এই ঘোষণা গুলো অনেকটা আত্মবিশ্বাসী করেছে গেরুয়া শিবিরকে। সম্প্রতি বিহারে এনডিএ জোটে রয়েছে বিজেপি,জেডিইউ, এলজেপি। সদ্য এই জোটে এসেছে জিতেনরাম মাঝির দল। তবে আসনের বিষয়ে এখনো পর্যন্ত কোন আলোচনা বা সমঝোতা হতে দেখা যায় নি জোটের এই শরিকদের। তবে, নীতিশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে বিজেপির লড়াই করার কথা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

বিহারের জেডিইউ-এর সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনার জন্য বিহারের গুরুত্বপূর্ণ বিজেপি নেতাদের দিল্লিতে তলব করলেন জে পি নাড্ডা। সাম্প্রতিক সমস্ত রকম পরিস্থিতি বিবেচনা করে আসন সমঝোতা, জোট ধর্ম পালন ও একাধিক বিষয় নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!