দলবদল করলেন ভাইপো, জোর ঝটকা রাজনীতিতে কংগ্রেস তৃণমূল বর্ধমান রাজনীতি রাজ্য February 23, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথের চট্টোপাধ্যায়ের ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে ফিরে গেলেন তাঁর পূর্ব দল কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে তিনি পুনরায় যোগদান করলেন কংগ্রেসে। তাঁর এই পূর্বদলে প্রত্যাবর্তনে তীব্র শোরগোল পড়ে গেছে কাটোয়ার রাজনীতি মহলে। প্রসঙ্গত, গত ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সে সময়ে তাঁর ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায়ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তাঁর সঙ্গে। এবার আবার তিনি তাঁর পুরোনো দল কংগ্রেসে ফিরে গেলেন। গতকাল কাটোয়া স্টেশন বাজার এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এক জনসভা ছিল। সেখানেই কংগ্রেসে যোগদান করলেন তিনি। দলের পতাকা হাতে নিয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তিনি কংগ্রেসে। কংগ্রেসে প্রত্যাবর্তনের পর রণজিৎ চট্টোপাধ্যায় জানালেন যে, তৃণমূলকে কোনদিনই তিনি ভালোবাসতেন না। শুধুমাত্র পারিবারিক কারণে তাঁকে যোগদান করতে হয়েছিল তৃণমূলে। তিনি জানান যে, দলের দুঃসময়ে তিনি সক্রিয় ছিলেন, কিন্তু দলের সুসময়ে তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে, ভাইপোর এভাবে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকে তেমন একটা গুরুত্ব দিলেন না কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, যে কেউ, যে কোন দলে যোগদান করতেই পারেন। তাঁর ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায় প্রথম দিকে দলে সক্রিয় ছিলেন, কিন্তু এখন আর তা নেই। তিনি দলের কোনো পদ কেন পাননি? সেটাই দলই জানে। অন্যদিকে, এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন যে, কাটোয়া কংগ্রেসেরই গড়। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে এখানকার লোক ভালোবাসতেন, যেহেতু তিনি কংগ্রেসে ছিলেন। কিন্তু যেদিন থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গিয়েছেন তিনি, সেদিন থেকে মানুষ তাঁকে ভালোবাসতে পারে, কিন্তু তৃণমূল দলকে নয়। তৃণমূলে থাকলে ফল ভোগ করতে হবে তাঁকে। প্রসঙ্গত, গত ২০১১ সালে কংগ্রেসের প্রার্থী হয়ে প্রায় ২৭ হাজার ভোটের ব্যবধানে বড়সড় জয়লাভ করেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এরপর গত ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হয়ে মাত্র ৯০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তিনি। এদিকে গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে শাসকদল তৃণমূলকে পেছনে ফেলে দিয়ে কাটোয়ায় ১ হাজার ৮৫৯ ভোটে এগিয়ে যায় বিজেপি। এবারও কাটোয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৃণমূল ও বিজেপির। এই আবহে বিধায়কের ভাইপোর কংগ্রেস প্রত্যাবর্তন। যা প্ৰভাব ফেলতে পারে তৃণমূলে, এমনটাই মনে করছেন অনেকে। আবার, সম্প্রতি যেভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক চলছে। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল ছেড়ে তাঁর কংগ্রেসে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আপনার মতামত জানান -