এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিনামূল্যে রেশন পেতে গেলে মানতে হবে বেশিকিছু নিয়ম, কি কি? জেনে নিন

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিনামূল্যে রেশন পেতে গেলে মানতে হবে বেশিকিছু নিয়ম, কি কি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর সামনে বড়োসড়ো ঘোষণা করেছেন। দীর্ঘদিন যাবৎ করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপাতত করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী আর এই অবস্থায় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন বিনামূল্যে প্রতিষেধক এবং রেশনের ঘোষণা, যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর করোনা যখন দেশজুড়ে প্রথম ঢেউ আকারে আছড়ে পড়ে, সে সময় থেকেই প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন। তখন থেকেই শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা।

গতকাল প্রধানমন্ত্রী সেই গরিব কল্যাণ যোজনার সময়সীমা বাড়িয়ে দিলেন এ বছর নভেম্বর পর্যন্ত। গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, দেশের প্রায় 80 কোটি মানুষকে গত বছর বিনামূল্যে আট মাস রেশন দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে 2021 এর মে-জুন মাস পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছিল। আর এবার প্রধানমন্ত্রী নিজে সেই সময়সীমা নতুন করে বর্ধিত করলেন দীপাবলি পর্যন্ত। এর ফলে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষরা যে অত্যন্ত উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য। তবে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি নিয়ম মানতে হবে।  তার মধ্যে প্রথম হল, যারা এই সুবিধা পেতে চান তাঁদের একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা সংক্রান্ত একটি ফর্ম ফিলাপ করতে হবে। এই ফর্মের মাধ্যমে ফিল আপকারীকে যাবতীয় সম্পত্তির খতিয়ান দিতে হবে। এরপর যদি কেউ গ্রামের বাসিন্দা হন, তাহলে তাঁকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে নিজের নাম রেজিস্টার করিয়ে নিতে হবে এবং শহরের বাসিন্দা হলে পুরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং নাম রেজিস্টার করাতে হবে। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় মূলত গরীব কিংবা দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষরা বিনামূল্যে এবং বিনা রেশন কার্ডে রেশন পাবেন। জানা গেছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় প্রতিটি পরিবারকে 5 কিলোগ্রাম চাল বা গম এবং এক কিলোগ্রাম ডাল দেওয়া হয়।

রেশন কার্ড থাকার ফলে যে রেশন পাওয়া যায় সেটা তো পাওয়া যাবেই, তার সাথেই প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় অতিরিক্ত রেশন পাওয়া যাবে। এমনিতে যে রেশন দেওয়া হয়, সেক্ষেত্রে রেশন কার্ডের প্রয়োজন হয়। কিন্তু প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় প্রয়োজন আধার কার্ডের। আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করানোর পর একটি স্লিপ দেওয়া হবে দেওয়া হবে, এবং সেটি রেশন অফিসে দেখালেই মিলবে বিনামূল্যে রেশন। প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লকডাউন চলছে। সুতরাং কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনা সাধারণ গরীব বা নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে যে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!