এখন পড়ছেন
হোম > জাতীয় > সংক্রমণে কিছুটা লাগাম আসায়, আবার চালু হতে চলেছে বেশকিছু দূরপাল্লার ট্রেন

সংক্রমণে কিছুটা লাগাম আসায়, আবার চালু হতে চলেছে বেশকিছু দূরপাল্লার ট্রেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সম্প্রতি লোকাল ট্রেন পরিষেবা, মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে, দূরপাল্লার বেশকিছু ট্রেনের পরিষেবাও বন্ধ করে রাখা হয়েছে। চালানো হচ্ছে কিছু স্পেশাল ট্রেন। তবে, করোনা সংক্রমণে কিছুটা আসায়, আবার নতুন করে একাধিক দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। তবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিলও করা হচ্ছে।

উত্তর ও মধ্য রেলওয়ে ডিভিশন বেশ কিছু স্পেশাল ট্রেন পরিষেবা আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কয়েকটি ট্রেন বাতিল করে দেয়া হচ্ছে। আগামী ১৬ ই জুন ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি যাওয়ার স্পেশাল ট্রেন ও আগামী ১৮ ই জুন নয়াদিল্লি থেকে ভুবনেশ্বর যাওয়ার স্পেশাল ট্রেন বাতিল করে দেয়া হলো। আবার আগামী ১২ ই জুন ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি গামী অপর একটি স্পেশাল ট্রেন বাতিল করে দেয়া হয়েছে। এই ট্রেনের নয়াদিল্লি থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল আগামী ২০ সে জুন। সেদিনও এর যাত্রা বাতিল করে দেয়া হয়েছে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলতি মাস থেকে গোরখপুর থেকে পনভেল গামী গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানো হবে। আবার পনভেল থেকে গোরখপুর গামী গ্রীষ্মকালীন ট্রেনও এই মাস থেকে চলতে শুরু করবে। গোরখপুর থেকে এই ট্রেন যাত্রা করবে আগামী ৬ ই, ১০ ই, ১৩ ই জুন। অন্যদিকে পনভেল থেকে গ্রীষ্মকালীন ট্রেন ছাড়বে ৭ ই জুন, ১১ ই জুন, ১৪ ই জুন। আবার আগামী ৯ ই জুন থেকে শুরু করে শিয়ালদহ বিকানের জংশন দুরন্ত স্পেশাল ট্রেন রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার চালানো হবে। আবার বিকানের জংশন থেকে শিয়ালদহ গামী দুরন্ত স্পেশাল ট্রেন সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার চালানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া একাধিক স্পেশাল ট্রেনের পরিষেবা আবার চালু করা হবে। যার মধ্যে রয়েছে কানপুর সেন্ট্রাল থেকে নয়া দিল্লি গামী ট্রেন, নয়াদিল্লি থেকে কানপুর সেন্ট্রাল গামী ট্রেন, গোয়ালিয়ার থেকে ভোপাল গামী ট্রেন, ভোপাল থেকে গোয়ালিয়র গামী ট্রেন, লখনোই জংশন থেকে আগ্রা গামী ট্রেন, আগ্রা থেকে লখনোই জংশন গামী ট্রেন।

এই ট্রেনগুলো ছাড়া আরো কিছু স্পেশাল ট্রেনের পরিষেবা আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর ও মধ্য রেল। যার মধ্যে রয়েছে আগ্রা থেকে আজমির জংশন গামী ট্রেন, আজমির জংশন থেকে আগ্রা গামী ট্রেন, ঝাসি থেকে আগ্রা ক্যান্টনমেন্ট গামী ট্রেন, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ঝাসি গামী ট্রেন, ঈদগাহ থেকে বান্দিকুই গামী ট্রেন, বান্দিকুই থেকে ঈদগাহ গামী ট্রেনের পরিষেবা আবার চালু করা হবে।

আবার সপ্তাহে দুদিন করে চলা সুবেদারগঞ্জ থেকে দেরাদুন গামী ট্রেন ও দেরাদুন থেকে সুবেদারগঞ্জ গামী ট্রেন এখন থেকে দু দিনের পরিবর্তে তিন দিন করে চলবে। আবার চলতি মাস থেকেই প্রয়াগরাজ থেকে আনন্দ বিহার গামী সুপারফাস্ট এক্সপ্রেস চালানো হবে। আনন্দ বিহার থেকে প্রয়াগরাজ গামী সুপারফাস্ট এক্সপ্রেসও এ মাস থেকে চলতে শুরু করবে। এখন থেকে প্রতি শুক্রবার প্রয়াগরাজ থেকে সুপারফাস্ট এক্সপ্রেস, অন্যদিকে প্রতি শনিবার থেকে আনন্দ বিহার থেকে এই সুপারফাস্ট এক্সপ্রেস চলবে। ১১ ই, ১২, ই জুন থেকে ট্রেনদুটির পরিষেবা শুরু হবে। অন্যদিকে, লোকাল ট্রেন, মেট্রো ট্রেন রাজ্যের সবুজ সঙ্কেত মিললে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!