এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার ক্রিকেটের এই নিয়মে বড়সড় পরিবর্তনের পক্ষে সওয়াল মুরলীধরনের! জেনে নিন বিস্তারিত

এবার ক্রিকেটের এই নিয়মে বড়সড় পরিবর্তনের পক্ষে সওয়াল মুরলীধরনের! জেনে নিন বিস্তারিত


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল নিয়ে উত্তেজনা যত বাড়ছে সমস্যা যেন ততই বেড়ে চলেছে। সম্প্রতি আমিরশাহীতে আইপিএলের প্রস্তুতি দেখতে পৌঁছে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। অন্যদিকে এক এক দিন এক এক রকম প্রসঙ্গে উত্তপ্ত হচ্ছে ক্রিকেটমহল। কোথাও ক্রিকেটারদের সুরক্ষা আবার কোথাও দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ঘটনা সামনে আসছে। তবে আইপিএল শুরু হতে আর বেশী দেরী নেই বলেই হয়ত উত্তেজনা যেন বেশি বেড়ে যাচ্ছে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এমন সময় গতবছরের ‘মানকড়িং’‌-এর ঘটনা নিয়ে কথা বলতে দেখা গেল শ্রীলংকান স্পিনার মুরালিধারনকে।

সম্প্রতি এই ‘মানকড়িং’‌ আইপিএলে আবারো নতুন বিতর্ক তৈরি করবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে এই ঘটনার সূত্রপাত হয় গতবছরের রাজস্থান রয়েলস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচ থেকে। যেখানে অশ্বিন ‘মানকড়িং’‌-এর মাধ্যমে আউট করেছিলেন জস বাটলারকে। এরপরই এই ‘মানকড়িং’‌-এর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় ক্রিকেট মহলে। অনেকেই অশ্বিনের এই কাজ নিয়ে যথেষ্ট সমালোচনাও করেন প্রকাশ্যে। তবে বরাবরই নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি আত্মবিশ্বাসী ছিলেন বলেই জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে সেইসঙ্গে মুরালিধরনকেও তাঁর সঙ্গে পেয়ে তাঁর যেন নতুন করে আত্মবিশ্বাস বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। একটি সাক্ষাৎকারে মুরালিধরণ বলেন যে যদি ব্যাটসম্যানদের ক্রিস থেকে এগিয়ে ব্যাট করার সুবিধা থাকতে পারে, তবে বোলারদেরও ‘মানকড়িং’‌-এর মাধ্যমে উইকেট নেওয়ার সুবিধা দিতে হবে। কারণ তাঁর মতে ক্রিকেট হলো জেন্টেলম্যানস্ গেম। আর এমন খেলায় ব্যাটসম্যানদের যদি সুবিধা দেওয়া হয় তাহলেও বোলারদের সুবিধা দেওয়া হবে না কেন? সেই নিয়েই তিনি প্রশ্ন তোলেন।

অন্যদিকে তাঁর মতে যদি ‘মানকড়িং’‌-এর মাধ্যমে কাউকে আউট করা হয় এবং তার বদলে যদি দলের ব্যাটসম্যান অতিরিক্ত সুবিধা পেতে চান তবে সেই দলের রান থেকে ৫ রান করে কেটে নেওয়া উচিত। কারণ খেলায় সকলের জন্যই এক রকম নিয়ম হওয়াটাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে বোলাদের জন্য যদি নিয়ম হয় তাহলে ব্যাটসম্যানদের জন্যও সেই একই নিয়ম থাকা উচিত। এর ফলে কাউকেই বেশি বা কম সুবিধা দেওয়ার কথা আসবে না, প্রত্যেকেই সমানভাবে খেলায় অংশগ্রহণ করতে পারবে। তাই তাঁর মতে ব্যাটসম্যানরা যখন ক্রিস থেকে এগিয়ে গিয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সেটা তাদের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হয়। তাই নিয়ম করেই এই কাজ করা উচিত। যে ‘মানকড়িং’‌-এর পরিবর্তে তাদের থেকে ৫ রান করে কেটে নেওয়া হবে। তবে যদিও এই ঘটনা নিয়ে এখনো ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও ক্রিকেটে এই নিয়ম চালু হলে যে সত্যিই বড় ধরনের পরিবর্তন আসবে সে কথাই মনে করছেন ক্রিকেটবিদরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!