এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বলে যাচ্ছি..” বিরাট কথা বলে ফেললেন অভিষেক!

“দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বলে যাচ্ছি..” বিরাট কথা বলে ফেললেন অভিষেক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের টিকিট না পেয়ে অনেক জায়গাতেই নির্দল হিসেবে তৃণমূলের অনেকে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করছেন। এমনকি দলের অনেক বিধায়ক এই টিকিট বন্টনে অসন্তুষ্ট হয়ে সেই নির্দলদের সমর্থন করতে শুরু করেছেন। যার মধ্যে অন্যতম মুর্শিদাবাদের হুমায়ুন কবীর সহ একাধিক বিধায়ক। আর এই পরিস্থিতিতে আরও একবার নির্দলদের নিয়ে দলের মনোভাব স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহের সভা থেকে তিনি জানিয়ে দিলেন, নির্দলদের ভোট দিয়ে কোনো লাভ নেই। কারণ এই নির্দলরা যদি জয়লাভ করেও যায়, তাহলেও তাদের দলে নেবে না তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, এদিন মালদহের সুজাপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নির্দলদের নিয়ে দলীয় মনোভাব স্পষ্ট করেন তিনি। এদিন এই প্রসঙ্গে অভিষেকবাবু বলেন, “নির্দলদের ভোট দিয়ে কেউ ভোট নষ্ট করবেন না। কারণ এই নির্দলরা যদি ভোটের পর তৃণমূলে আসতেও চায়, তাহলেও তাদের নেওয়া হবে না। আমি এটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বললেও, ভবিষ্যতে তার সুর যে পাল্টাবে না, সেই ব্যাপারে গ্যারান্টি কোথায়! কারণ অনেকে বলছেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের মুখে যখন একের পর এক নেতা দলবদল করতে শুরু করেছিলেন, তখন বলেছিলেন, তৃণমূল ক্ষমতায় আসলেও যারা দল বদল করেছেন, তাদের দলে নেওয়া হবে না। কিন্তু তারপর দেখা গিয়েছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেছেন। ফলে পঞ্চায়েত ভোটের মুখে নির্দলদের সংখ্যা বৃদ্ধির কারণে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া মনোভাব প্রকাশ করছেন ঠিকই, কিন্তু ভবিষ্যতে তার সুর আবার নরম হতে পারে বলেও মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!