এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা পুলিশের বারোটা বাজলো বলে, বাড়াবাড়ি বন্ধ না করলে চরম পরিণতি! চাপে রাজ্য!

মমতা পুলিশের বারোটা বাজলো বলে, বাড়াবাড়ি বন্ধ না করলে চরম পরিণতি! চাপে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী শক্তিকে দমন করতে এখনও পর্যন্ত শাসকদলের কথায় কাজ করে যাচ্ছেন নিচু তলার পুলিশ কর্মীরা। তারা প্রতি পদে পদে নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করে তৃণমূলের দলদাস হিসেবে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভূপতিনগরের পুলিশ কর্তার নিদর্শনকে সামনে নিয়ে এসে নন্দীগ্রামের আইসিকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার ফলে ভোটের মরশুমে রীতিমত চাপ বাড়ছে রাজ্য প্রশাসনের অন্দরে।

প্রসঙ্গত, এদিন নন্দীগ্রামে একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই স্থানীয় পুলিশ কর্তাকে হুশিয়ারি দেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “নন্দীগ্রামের আইসিকে বলে রাখছি, আপনি একটু স্লোতে চলুন। বেশি বাড়াবাড়ি করবেন না। ভূপতিনগরের পুলিশ কর্তাকে দেখেছেন তো!” একাংশ বলছেন, লাগাতার তৃণমূল কর্মীরা যখন বিরোধীদের প্রতি অত্যাচার করছে, তখন তার চুপ করে মেনে নেওয়ার মত ধৈর্য নেই শুভেন্দু অধিকারীর। সেই কারণেই একেবারে সরাসরি প্রতিহিংসার অভিযোগ তুলে স্থানীয় পুলিশকর্তার মুখোশ খুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!