এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “নির্বাচনের কাজ থেকে এদের বাদ রাখা উচিত” কমিশনের কাছে আবেদন শুভেন্দুর! ঘুম উড়লো তৃণমূলের!

“নির্বাচনের কাজ থেকে এদের বাদ রাখা উচিত” কমিশনের কাছে আবেদন শুভেন্দুর! ঘুম উড়লো তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে শিক্ষক নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে বিরক্ত সাধারন মানুষ। অনেকে জেলে গিয়েছেন, আরও অনেকে জেলে যাবেন বলেই দাবি করছে বিরোধীরা। আর এসবের মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। যেখানে নিয়োগ দুর্নীতির ঘটনায় তিনি প্রচুর চাকরি বাতিলের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। স্বাভাবিক ভাবেই নির্বাচনের মধ্যে আদালতের এই পর্যবেক্ষণ নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। আর তার মাঝেই নির্বাচন কমিশনের কাছে বড় আবেদন করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কমিশন যদি বিরোধী দলনেতার এই বক্তব্যে সহমত জানিয়ে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তৃণমূলের রাতের ঘুম উড়বে বলেই মনে করেছেন একাংশ।

প্রসঙ্গত, এদিন আদালতের এই পর্যবেক্ষণ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়‌। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি আদালতের কোনো বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে কিছু বলব না। কিন্তু বেশ কিছু ভুয়ো চাকরি তো হয়েছে। তাই আমি কমিশনের কাছে আবেদন করব যে, যারা ভুয়ো চাকরি পেয়েছে, তাদেরকে যেন নির্বাচনের কাজে যুক্ত করা না হয়।” একাংশ বলছেন, সঠিক জায়গাতে সঠিক কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কেননা যারা ভুয়ো চাকরি পেয়েছেন এই রাজ্যের শাসক দলের নেতাদের দৌলতে, তারা শাসকদলের পক্ষেই নির্বাচন করানোর চেষ্টা করবেন‌। তাই নির্বাচনে যাতে কোনো কারচুপি না হয়, তাতে এই দিকটিও লক্ষ্য রেখেছেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই তিনি কমিশনের কাছে এই ভুয়ো চাকরি প্রাপকদের নিয়ে বড় আবেদন করে বসলেন। আর বাস্তবেও যদি কমিশন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর সেই সমস্ত দিক খোঁজ নিয়ে পদক্ষেপ নেয়, তাহলে ভোটবাক্সে তৃণমূলের ফাটল ধরা শুধু সময়ের অপেক্ষা‌। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!