এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরিপ্রার্থীদের জন্য একাধিক চাকরির সুখবর নিয়ে হাজির রেল। জানুন বিস্তারিত

চাকরিপ্রার্থীদের জন্য একাধিক চাকরির সুখবর নিয়ে হাজির রেল। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের পর ভারতের চাকরির বাজার ফেরাতে সরকারের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল অনেক ক্ষেত্রেই। আর এরই মধ্যে নতুন বছরে অনেক সরকারি চাকরির ফর্ম ফিলাপ শুরু হয়েছে। কিছুদিন আগেই ভারতীয় রেলে নিয়োগের পরীক্ষাও শুরু হয়েছে। সেখানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সুনীত শর্মা জানিয়েছিলেন, বিভিন্ন ক্ষেত্রেনিয়োগের পরীক্ষা এখন চলবে। সেইসঙ্গে নতুন নিয়োগের কথাও জানিয়েছিলেন তিনি।

আরও অনেক নিয়োগ হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আর সেখানে যদি হন আপনি খেলাধুলায় পারদর্শী, তবে আপনিও পেয়ে পারেন আবেদনের সুযোগ। জানা গেছে, খেলাধুলো বা স্পোর্টস কোটায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব-মধ্য রেল। সেখানে কিভাবে আবেদন করা যাবে, বা কোন কোন ক্ষেত্রে করতে পারবেন আবেদন? জানতে চোখ রাখুন এখানে।

আবেদনের প্রক্রিয়া:- secr.indianrailways.gov.in এই অনলাইন সাইটে অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি।

বয়সসীমা :- ২০২১ সালের ১লা জুলাই এর মধ্যে প্রার্থীদের বয়স ১৮-২৫ বছর হতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবেদন ফি :- অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের জন্য আবেদন ফি লাগবে ৫০০ টাকা। এছাড়া তফসিলি জাতি এবং উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনের সময় ২৫০ টাকা দিতে হবে। আবেদন করতে হবে। তবে যদি কোনো প্রার্থী ট্রায়াল পর্যন্ত পৌঁছান, তবে ব্যাঙ্কের চার্জ কেটে বাকি টাকা তাঁদের ফেরত দেওয়া হবে।

কোন কোন পদে আবেদন:- জানা গেছে, লেভেল ২, ৩, ৪ এবং ৫ হিসেবে রেলে ২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে, তিরন্দাজ, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং গলফ, পাওয়ার লিফটিংয়ের মতো খেলোয়াড়রা সেই পদের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা :-
লেভেল ২ এবং লেভেল ৩ গ্রেড- নন টেকনিকাল পোস্টে আবেদন করার জন্য দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। আর টেকনিকাল পোস্টের জন্য আইটিআই-সহ দশম শ্রেণি পাশ করতে হবে। টেকনিশিয়ান ক্যাটেগরির জন্য দশম শ্রেণি পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আইটিআই পাশ না করলে তাঁদের তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে।

লেভেল ৪ ও ৫ গ্রেড- এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। এক্ষেত্রে পদার্থবিজ্ঞানে বি.এসসি অনার্স প্রথম বর্ষে পড়তে হবে বা বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। তবে বিষয়ের মধ্যে পদার্থবিজ্ঞান এবং অঙ্ক থাকতে হবে। সেইসঙ্গে স্টেনোগ্রাফির জন্য দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। এছাড়া লেভেল ৫ গ্রেডের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!