এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের, মমতাকে চাপে ফেললেন সুকান্ত!

তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের, মমতাকে চাপে ফেললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসক-বিরোধী সকলেই আক্রান্ত হতে শুরু করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে বিরোধীরা হামলার শিকার হলেও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শাসকদলের কর্মীরাও খুন হচ্ছেন। যা নিঃসন্দেহে রাজ্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

আর এই পরিস্থিতিতে বাসন্তীর এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে তৃণমূল প্রতি মুহূর্তে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করার কথা বলে, সেখানে সেই তৃণমূল কর্মীর মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সিবিআই তদন্তের। আর পরিবারের সেই দাবিকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের ওপর যে তৃণমূলের কর্মীদেরই ভরসা নেই, তা স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন বাসন্তীর মৃত তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়। পাশাপাশি রাজ্য পুলিশের ওপর যে তাদের ভরসা নেই, তাও স্পষ্ট করে দেয় পরিবার। আর সেই বিষয়টি নিয়েই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আজকে তৃণমূল কর্মীদেরও রাজ্য পুলিশের ওপর ভরসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা নেই। সেই কারণে এই মৃত তৃণমূল কর্মীর পরিবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। কারণ সকলেই জানে, এই খুনের পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই কারণে তারা সিবিআই তদন্তের দাবি করছেন।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূল বারবার দাবি করে, রাজ্যে শান্তি বিরাজমান। পঞ্চায়েত ভোটের মুখে দিকে দিকে নেতাকর্মীরা আক্রান্ত এবং খুন হলেও, তাতে শাসকদলের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তবে বাসন্তীতে তৃণমূল কর্মী খুনের পরেই যেভাবে সেই পরিবার সিবিআই তদন্তের দাবি জানাতে শুরু করেছে, তা নিঃসন্দেহে রাজ্য প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাপের কারণ। কেননা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে তৃণমূল কর্মীর পরিবারেরই ভরসা নেই, তা সিবিআই তদন্তের দাবির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন একাংশ। আর সেই বিষয়টি তুলে ধরেই মুখ্যমন্ত্রীর বিড়ম্বনা বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!