এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবা রামদেবের সঙ্গে অমিত শাহের বৈঠকঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা

বাবা রামদেবের সঙ্গে অমিত শাহের বৈঠকঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা


দেশজুড়ে বিজেপি বিরোধীতায় একজোট হয়ে লড়ছে সমস্ত বিরোধী দলগুলো।সম্প্রতি উপনির্বাচনে সেই জোটের কাছে নাস্তানাবুদ হয়েছে বিজেপি।এখানেই গেরুয়া শিবিরের শঙ্কা,এইভাবে চলতে থাকলে 2019 এ ক্ষমতায় টিকে থাকা তাঁদের পক্ষে কার্যত অসম্ভব।রাজনৈতিক মহলের ধারনা,ক্ষমতায় বসেও কর্নাটকেও যেভাবে বিজেপি কে সরকারের মসনদ ছেড়ে আসতে হয়েছে।তাতে এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

বিশেষ সূত্র মারফত জানা গেছে,এই বিরোধীদের কে আটকাতে দাবার এক নতুন চাল দিতে তৈরি বিজেপি।এনিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যোগগুরু বাবা রামদেবের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরে রেখেছেন।এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন,”2014 সালে বিজেপি সরকার গঠন করতে যাঁরা সমর্থন করেছিলেন আমরা তাঁদের সঙ্গে দেখা করছি।তাঁরা যাতে 2019 সালেও পাশে থাকেন,তাঁর আবেদনও করা হচ্ছে দলের তরফে।এর মধ্যে অন্য কোনও রাজনীতি নেই।”রামদেবের সঙ্গে বিজেপি নেতৃত্বর বৈঠক করা মানে রামদেবের কোটি কোটি অনুগামীকে নিজেদের বাগে আনার চেষ্টা বিজেপির।তাই এই আধ্ম্যাত্মবাদকেই কাজ লাগাতে চায় বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বৈঠকের পর বাবা রামদেব জানান,”গত চার বছরে দেশকে নতুন দিশা দেখিয়েছে বিজেপি।তার সাথে পালিত হচ্ছে সংযোগ দিবস।রান্নার গ্যাসের সংযোগ থেকে শুরু করে জিএসটি,নোটবাতিলের মতো একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।গত 70 বছরে নরেন্দ্র মোদীই প্রথম ব্যক্তি যাঁকে বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়করা সম্মান করেন।

এখানেই রাজনৈতিক পর্যবেক্ষকরা এই বৈঠককে 2019 এর ভোঠের আগে বিজেপিকে সমর্থনের বৈঠক বলে অভিহিত করেছেন।এছাড়াও বছরের শেষে দেশের আরও তিনটি রাজ্যে নির্বাচন থাকায় সেখানে সমর্থনের আশায় জোর লড়ায়ের প্রস্তুতি নিয়ে ময়দানেও নেমে পড়েছে বিজেপির নেতারা।বিজেপি সূত্রে খবর,সাম্প্রতিককালে উপনির্বাচনে হারের ফলে দলে একেই কোনঠাসা হয়ে পড়েছেন অমিত শাহ।30মে থেকে মাঠে নেমে প্রচারও করবে তারা।এমনকী নমো অ্যাপের মাধ্যমেই চলবে এই প্রচার বলে জানিয়েছে বিজেপি শীর্ষনেতৃত্ব।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!