এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আক্রান্তদের দেখতে হাসপাতালে রাজ্যপাল! রাজভবনের পদক্ষেপে জেরবার তৃণমূল!

আক্রান্তদের দেখতে হাসপাতালে রাজ্যপাল! রাজভবনের পদক্ষেপে জেরবার তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের ঘটনা নিয়ে অনেকদিন ধরেই রাজ্যকে সতর্ক করছেন রাজ্যপাল। যার কারণে তৃণমূলের পক্ষ থেকেও তাকে বিভিন্ন সময় বিজেপির দলদাস বলে আক্রমণ করা হচ্ছে। কিন্তু এতসব কথা হজম করে নিয়েও তিনি যে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাবেন, তা বুঝিয়ে দিয়েছেন সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই একাধিক সন্ত্রাস প্রবণ এলাকা পরিদর্শন করেছেন তিনি। আর এবার কোচবিহারে গিয়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে থেকেই যে হিংসা শুরু হয়েছে, তার জন্য আক্রান্তদের দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন বাংলার সাংবিধানিক প্রধান।

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে যে সমস্ত বিরোধী দলের নেতাকর্মীরা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দেখতে যান বাংলার রাজ্যপাল। তাদের শারীরিক পরিস্থিতি সম্বন্ধে খোঁজখবর নেন তিনি। শুধু তাই নয়, ইতিমধ্যেই কোচবিহারের সার্কিট হাউসে আক্রান্ত বিরোধী প্রার্থী থেকে শুরু করে নেতাকর্মীদের সঙ্গে কথাও বলেছেন বাংলার সাংবিধানিক প্রধান। আর এবার হাসপাতালে পৌঁছে গিয়ে যেখানেই বিরোধীরা আক্রান্ত হবে এবং গণতন্ত্রের কন্ঠরোধ হবে, সেখানেই যে তিনি পৌঁছে যাবেন, তা স্পষ্ট করে দিলেন সি ভি আনন্দ বোস।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যপালের এই পদক্ষেপ একদিকে যেমন বিরোধী শিবিরের স্বস্তির আবহ তৈরি করেছে, ঠিক তেমনই অস্বস্তিতে পড়ছে রাজ্যের শাসক দল। বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের বিরুদ্ধে বিরোধী নেতা কর্মীদের ওপর হামলা থেকে শুরু করে সন্ত্রাসের অভিযোগ উঠছে। যার কারণে রাজ্যকে সেই সন্ত্রাস বন্ধ করতে ইতিমধ্যেই একাধিক বার্তা দিয়েছেন রাজ্যপাল।কিন্তু তারপরেও পরিস্থিতি যখন আরও ভয়াবহ হয়ে উঠছে, তখন তৃণমূল নেতাদের পক্ষ থেকে রাজ্যপালকে একের পর এক বেলাগাম মন্তব্য করলেও তিনি যে তাকে পাত্তা দিচ্ছেন না, তা স্পষ্ট করে দিলেন রাজ্যপাল। বুঝিয়ে দিলেন, শুধু কোচবিহার নয়, ভবিষ্যতে যেখানেই গণতন্ত্র আক্রান্ত হবে এবং বিরোধীদের আটকানো হবে, সেখানেই তিনি পৌঁছে যাবেন। আর সাংবিধানিক প্রধানের এই পদক্ষেপ যে ভবিষ্যতের তৃণমূলের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে, তা ভালোই বুঝতে পারছে শাসক দল। যে কারণে এখন একদিকে রাজ্যপালকে আরও কটাক্ষ এবং অন্যদিকে অস্বস্তি, দুটোই তীব্রভাবে গ্রাস করছে তৃণমূল কংগ্রেসকে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!