এখন পড়ছেন
হোম > জাতীয় > ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে হেভিওয়েট বিজেপি নেত্রী! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা!

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে হেভিওয়েট বিজেপি নেত্রী! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হলেন খুশবু সুন্দর। তামিল ছাড়াও তিনি মালয়ালম, কন্নর, তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তবে দুশোর বেশি ছবিতে তাঁর অভিনয় দেখা যায়। কিছুদিন আগেই তিনি যোগদান করেছেন বিজেপিতে। তার আগে তিনি কংগ্রেস শিবিরে ছিলেন। কংগ্রেসের প্রতি ক্ষোভ জমতেই তড়িঘড়ি সোনিয়া গান্ধীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে বিজেপিতে এসেছিলেন বলে জানা যায়। এহেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর এদিন ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন বলে জানা গেছে।

অল্পের জন্য তিনি শুধু প্রাণে বেঁচেছেন বলে সূত্রের খবর। বুধবার সকালে তিনি গাড়ি করে যখন ফিরছিলেন তখন তামিলনাড়ুর মেলমারুবথুর শহরের কাছে একটি বড় দুর্ঘটনার কবলে পড়েন। তাৎক্ষণিক বুদ্ধিতে খুশবু গাড়ি খুলে ঝাঁপিয়ে পড়েন। যার ফলে তিনি খুব জোর বেঁচে যান। তাঁর গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে। সূত্রের খবর, বুধবার সকালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘ভেল যাত্রা’ অভিযানে অংশ নিতে কুড্ডালোরে যাচ্ছিলেন খুশবু সুন্দর। সেসময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুশবু জানিয়েছেন, তাঁর গাড়ি এবং গাড়ির চালকের কোন দোষ নেই। তাঁরা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছিলেন। এ প্রসঙ্গে বুধবার সকালে এই দুর্ঘটনার পর একটি টুইট করেন খুশবু। সেখানেই তিনি জানিয়েছেন, ডানদিকের লেন ধরে তাঁর গাড়ি চলছিল। হঠাৎ করেই একটি কন্টেনার এসে তাঁর গাড়িটিকে পিষে দেয়। বিপদ আন্দাজ করে তিনি গাড়ি থেকে লাফিয়ে পড়েন। যথারীতি তাঁর চোট-আঘাত খুব একটা লাগেনি। তবে পুলিশ গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যে খুশবুর গাড়ির চালককে আটক করে শুরু হয়েছে জেরা।

যান্ত্রিক কারণে দুর্ঘটনা নাকি বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে খুশবু সুন্দরকে তা খতিয়ে দেখা হচ্ছে। খুশবু সুন্দর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে যথেষ্ট অ্যাক্টিভলি বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন। এই অবস্থায় যেভাবে খুশবু দুর্ঘটনার মুখোমুখি হলেন, তাতে কিন্তু গেরুয়া শিবিরের অনেকেই অন্তর্ঘাতের আশঙ্কা করছেন। তবে আদৌ কি ঘটেছিল, তা সম্পর্কে নিশ্চিত হতে পুলিশের তদন্তের প্রয়োজন। আর পুলিশ জোরদার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!