এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘দলবিরোধী’ কাজের জেরে বঙ্গ বিজেপিতে পদ গেল ২ হেভিওয়েট শীর্ষ নেতার! ঝড় রাজ্য-রাজনীতিতে!

‘দলবিরোধী’ কাজের জেরে বঙ্গ বিজেপিতে পদ গেল ২ হেভিওয়েট শীর্ষ নেতার! ঝড় রাজ্য-রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে গেরুয়া শিবির তৎপর হয়ে উঠেছে। তৎপরতার সঙ্গেই তাঁরা নিজেদের দলের সাংগঠনিক পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যেই। তার সাথেই চলছে এবার বাংলা দখলের ব্লুপ্রিন্ট তৈরি দিল্লীতে কেন্দ্রীয় শিবিরের নেতৃত্বে। অন্যদিকে দলীয় বিরোধ নিয়ে সাধারণত তৃণমূল শিবিরের সমালোচনা হয় রাজনৈতিক মহলে। কিন্তু এবার একই সারিতে নাম উঠে এলো বিজেপি শিবিরের। সম্প্রতি দল বিরোধী কাজ করার অভিযোগে দুই হেভিওয়েট বিজেপি নেতাকে সাসপেন্ড করা হলো দল থেকে।

আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। সম্প্রতি বীরভূম বিজেপির রাজ্য কমিটির সদস্য কালোসোনা মন্ডল এবং সিউড়ির নগর হিসাবরক্ষক পলাশ মিত্রকে বহিষ্কার করেন বীরভূম বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল। এবং এই বিষয়টি তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন বলে জানা গেছে। অন্যদিকে কালোসোনা মন্ডল অভিযোগ করেছেন, তাঁকে মিথ্যে বদনাম দিয়ে পরিকল্পনামাফিক দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে বীরভূম বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।

তাঁর কথা অনুযায়ী জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য কালোসোনা মন্ডল এবং প্রাক্তন সম্পাদক তথা সিউড়ির নগর হিসাবরক্ষক পলাশ মিত্র দল বিরোধী কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে প্রচুর অভিযোগ উঠেছিল। এরপর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কালোসোনা মন্ডলকে তিন বছরের জন্য এবং পলাশ মিত্রকে চার বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই সাসপেনশনের ব্যাপারে কালোসোনা মন্ডল জানিয়েছেন, তিনি দলীয় চক্রান্তের শিকার হয়েছেন। অন্যদিকে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলকে এদিন কালোসোনা মন্ডল একহাত নেন। এদিন শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে তৃণমূলে যুক্ত থাকার অভিযোগ করেন বহিস্কৃত বিজেপি নেতা। তবে বীরভূমের বিজেপি দলে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য কথা। বর্তমান জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলের সঙ্গে প্রথম থেকেই দূরত্ব ছিল বিজেপির দাপুটে নেতা কালোসোনা মন্ডলের। আর সেই কারণেই প্রশ্ন উঠছে, কালোসোনা মন্ডলের বহিষ্কারের যোগসূত্র কি দুই বিজেপি নেতার দূরত্বের মধ্যেই লুকিয়ে আছে?

অন্যদিকে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনা থেকে বিজেপি শিবিরের দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগে এভাবে দাপুটে নেতা বহিষ্কার হওয়ায় বীরভূম জেলায় বিজেপিকে সমস্যায় ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আর তার সাথেই বিজেপি শিবিরের একাংশের ভয়, কালোসোনা মন্ডল একজন দাপুটে নেতা হিসেবে পরিচিত। বহিষ্কার হওয়ার কারণে এবার যদি সে অন্য দলে যোগ দেয়, তাহলে কিন্তু বিপাকে পড়তে হবে বিজেপিকেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!