এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “পাঁচ বছরে যা যা খেয়েছেন….” দুর্নীতির কথা স্বীকার হেভিওয়েট মন্ত্রীর! চাপে তৃণমূল !

 “পাঁচ বছরে যা যা খেয়েছেন….” দুর্নীতির কথা স্বীকার হেভিওয়েট মন্ত্রীর! চাপে তৃণমূল !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল নাকি স্বচ্ছতার সঙ্গে কোনোরূপ আপোষ করে না, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, বারবার দলের পক্ষ থেকে এই মন্তব্য করতে দেখা গিয়েছে শাসক দলের নেতাদের। কিন্তু পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৃণমূলের অন্তর্কোন্দল প্রকাশ্যে আসছে। অনেকেই চুপিসারে বলতে শুরু করেছেন, দল যদি টিকিট না দেয়, তাহলে নাকি বর্তমানের পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা নির্দল হয়ে দাঁড়াতে পারেন। আর এই পরিস্থিতিতে এবার সেই সমস্ত বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে পঞ্চায়েতে দুর্নীতির বিষয়টি কি স্বীকার করে নিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ! যেখানে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে দল যদি টিকিট না দেয় এবং কেউ যদি নির্দল হয়ে দাঁড়ায়, তাহলে পাঁচ বছর ধরে তিনি যা যা খেয়েছেন, তার হিসাব দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর তার এই মন্তব্য নিয়েই শুরু হয়ে গিয়েছে চর্চা।

সূত্রের খবর, এদিন একটি সভায় বক্তব্য রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যেখানে তিনি বলেন, “আপনি নির্দল হিসেবে দাঁড়াতেই পারেন। কিন্তু পাঁচ বছর ধরে আপনি যা যা খেয়েছেন, তার হিসাব দিয়ে তারপর যা খুশি তাই করবেন। তা না হলে আমরা ছাড়বো না।”আর এখানেই বিরোধীদের প্রশ্ন, তাহলে কি রাজ্যের মন্ত্রী স্বীকার করে নিলেন যে, এতদিন ধরে তাদের পরিচালিত পঞ্চায়েত গুলো ব্যাপক দুর্নীতি করেছে!তাহলে তো বিরোধীদের দাবি সত্যি হয়ে গেল! মন্ত্রীর এই বক্তব্য তো প্রমাণ করে দিল যে, সত্যিই পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে!

বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে যখন দলের স্বচ্ছতা সামনে আনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই হেভিওয়েট মন্ত্রীর এই বক্তব্য সেই স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দিল বলেই দাবি একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কতটা চাপে পড়ে শাসক শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!