এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে রদবদল – পিকের দাওয়াইয়ে পদ পেতে চলেছেন স্বচ্ছ নেতারাই, কপাল পুড়তে পারে ‘সাহসীদের’?

তৃণমূলে রদবদল – পিকের দাওয়াইয়ে পদ পেতে চলেছেন স্বচ্ছ নেতারাই, কপাল পুড়তে পারে ‘সাহসীদের’?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন দলীয় স্তরে সাংগঠনিক রদবদল করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। মূলত স্বচ্ছ মুখদের সামনে এনে এখন মানুষের কাছে যেতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। যার ফলস্বরুপ বিভিন্ন জায়গায় তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি পদে পরিবর্তন আনা হচ্ছে। অঞ্চল সভাপতি পরিবর্তনে তৃণমূলে তীব্র মতানৈক্য তৈরি হতে দেখা যাচ্ছে।

 

আমাদের আরো খবর পড়তে ক্লিক করুন – প্রিয়বন্ধু বাংলা

কেননা এতদিন অনেক জায়গাতেই অনেক অপরাধমূলক কাজের সঙ্গে ব্যক্তিদের পদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে যখন বিজেপির বাড়বাড়ন্ত, তখন সেই সমস্ত সাহসী ব্যক্তিদের সরিয়ে স্বচ্ছ মুখদের আনায় পদ থেকে সরে যাওয়া ব্যক্তিরা রীতিমত ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন দলের অন্দরে। জানা গেছে, কোচবিহার 1 ব্লকের একটি অঞ্চলের তৃণমূল তৃণমূল নেতা দলীয় কর্মী খুনে অভিযুক্ত।

আরো পড়ুন :- তৃণমূলের একঝাঁক বিক্ষুব্ধের গোপন বৈঠক! আজ নিতে পারেন বড়সড় পদক্ষেপ! ক্রমশ বাড়ছে জল্পনা

 

অন্যদিকে কোচবিহার 2 ব্লকের এক নেতার বিরুদ্ধে বেআইনি জমি কারবারের অভিযোগ রয়েছে। একইভাবে দিনহাটা 1 নম্বর ব্লকের এক অঞ্চল নেতার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা সহ একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু এই সমস্ত নেতাদের লোকসভা নির্বাচনের আগে তাদের পদ থেকে সরানোর কথা বলা হলেও তাতে দল কর্ণপাত করেনি বলে অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ব্লক ও অঞ্চলের সামনের সারিতে স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের রাখতে চাইছে তৃণমূল নেতৃত্ব। একাংশের মতে, প্রশান্ত কিশোরের টিমে জেলায় ঘুরে সমীক্ষা করেছে, কোন নেতার জনপ্রিয়তা কতটা। আর তার ভিত্তিতেই তারা রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে। আর তার ফলেই এবার জেলাজুড়ে সাংগঠনিক পরিবর্তন হতে চলেছে। তবে এখন স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দায়িত্ব দেওয়া হলেও, তাতে কতটা কাজ দেবে, তা নিয়ে সংশয় রয়েছে। অনেকে বলছেন, বিজেপিকে আটকাতে গেলে এখন সাহসী নেতাদের প্রয়োজন।

আরো পড়ুন :- খেলা সবে শুরু! তৃণমূলের রাঘববোয়ালদের জালে ধরতে এবার বড়সড় পদক্ষেপ অমিত শাহর

 

তাই শুধুমাত্র স্বচ্ছতা এনে সমস্ত কিছু করা সম্ভব নয়। তবে দলের একাংশ এই কথা বললেও, অন্য অংশ অবশ্য দাবি করছে, বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছতাই মুল প্রশ্ন। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করেই আগামী বিধানসভা নির্বাচনে ময়দানে নামবে। তাই নেতৃত্ব স্থানে স্বচ্ছ মুখ না থাকলে অসুবিধে হতে পারে‌। ফলে সাহসিকতা না থাকলেও হবে। কিন্তু স্বচ্ছতা নিয়ে এসে দলকে চাঙ্গা করতে হবে।

আরো পড়ুন :- মমতার এই ঘোষণার জন্য অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে? ঘুম ছুটেছে নবান্নের আধিকারিকদের

আর এখানেই প্রশ্ন, অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি পরিবর্তনের তৃণমূল নেতৃত্বের কাছে পিকের টিম স্বচ্ছতার উপর নির্ভরশীল হওয়ার কথা বললেও, এর ফলে গোষ্ঠী কোন্দল বাড়বে না? এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই। কিছু জায়গায় নতুন করে কমিটি হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তির নেতারা দায়িত্বে থাকছেন।” সব মিলিয়ে এখন কোচবিহার জেলায় অঞ্চল এবং ব্লক স্তরের নেতৃত্ব স্থানে স্বচ্ছতা আনার চেষ্টা হলেও তা কতটা সাফল্য পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

 

আরো পড়ুন :- বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল – আবারো পদ পেতে চলেছেন একগুচ্ছ নেতা? শুরু নতুন প্রতিযোগিতা?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!