এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারী কি বিজেপিতে আসছেন? দিলীপের মন্তব্যে জোর জল্পনা!

শুভেন্দু অধিকারী কি বিজেপিতে আসছেন? দিলীপের মন্তব্যে জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সাংগঠনিক বৈঠকে বড়সড় কোনো জায়গা না পাওয়ার পর শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সরকারের সঙ্গে তেমন ভাবে যুক্ত না থেকে নিজের মত করে পৃথকভাবে অনুষ্ঠানে যুক্ত হতে দেখা যাচ্ছে রাজ্যের পরিবহনমন্ত্রীকে। যার ফলে তার দলবদলের জল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারী ঠিকমত সম্মান না পেয়ে এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন।

তবে এখনও পর্যন্ত শুভেন্দুবাবুর মুখ থেকে তেমন কোন কিছু শোনা না গেলেও, এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা সূচক মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে শুভেন্দুবাবুকে নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সকলের জন্য তাদের দরজা খোলা আছে। তারা দরজা বড় করে রেখেছেন। যে আসতে চাইবে, তাকে স্যানিটাইজ করে নেওয়া হবে।

আর শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করার সাথে সাথেই যেভাবে দিলীপবাবু মন্তব্য করলেন, তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য বড়সড় জল্পনা তৈরি করল বলেই দাবি বিশেষজ্ঞদের। হঠাৎ করে দরজা বড় করে খোলা রাখার কথা কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি? তাহলে কি শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা চলছে, তা বাস্তবের দিকে এগোতে শুরু করেছে?

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে গত দু’দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আর সেখানেই যে পূর্ব মেদিনীপুরের অধিকারী করে সম্রাট হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী এবং তাকে নিয়ে জল্পনা চলছে, সেই শুভেন্দুবাবুকে নিয়ে প্রশ্ন করা হয় বিজেপি রাজ্য সভাপতিকে। যার উত্তর দিতে গিয়ে রীতিমত জল্পনা জিইয়ে রাখেন দিলীপবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আমাদের জন্য সকলের দরজা বড় করে রেখেছি। যে আসতে চাইবে, তাকে স্যানিটাইজ করে নেব।” একাংশ বলছেন, দিলীপবাবু এই কথার মধ্যে দিয়ে দুটি বিষয় বোঝাতে চাইলেন। একদিকে তিনি যেমন ইঙ্গিত দিতে চাইলেন যে, তাদের দলের তৃণমূলের যে কেউ এলে তারা স্বাগত জানাবেন, ঠিক তেমনই তিনি বুঝিয়ে দিতে চাইলেন, তৃণমূল থেকে যারা আসবেন, তারা যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তাহলে তাদের স্বচ্ছ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আর তাই স্যানিটাইজ করার কথা বলতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে বলে মত বিশেষজ্ঞদের।

এদিকে এদিন কৃষি বিলের সমর্থনে দিলীপবাবু পূর্ব মেদিনীপুরে গেলে তাকে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়। যা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। সেখানে যদি কেউ কালো পতাকা দেখায়, তাহলে ভাবতে হবে। তার মাথার ঠিক নেই। যাদের দোকান উঠে যাচ্ছে, তারা চেঁচামেচি করছে। যাদের মুখ কালো হয়ে যায়, তারা কালো পতাকা দেখায়।”

এদিকে পুলিশকেও এদিন কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। তিনি বলেন, “পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে কর্মীদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। দলের চুনোপুঁটিদের ভয় দেখিয়ে ভাঙিয়ে নিয়ে নিচ্ছে। ওই পুলিশ গুন্ডার মুখে আমরা প্রস্রাব করে দিই।” আর দিলীপ ঘোষের মুখ থেকে এই ধরনের মন্তব্য প্রকাশিত হতেই তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। তবে বিজেপির রাজ্য সভাপতির পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে মন্তব্য করলেন, তা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!