দিলীপ ঘোষকে রিপোর্ট তলব অমিত শাহর জাতীয় রাজ্য January 12, 2018 বিজেপির সংকল্প যাত্রা নিয়ে উত্তাল রাজনৈতিকমহল।এদিন বিজেপির সংকল্প যাত্রায় বিজেপি -তৃণমূল সংঘর্ষ হয় জোড়াবাগানে। তারপর তারপর বিজেপি -র রাজ্য দপ্তরে হামলা।ও সেখানে তৃণমূল বিজেপির ফের সংঘর্ষ সব মিলিয়ে উত্তাল কলকাতা। আর এরপরেই বিষয়টি বিস্তারিত জানতে দিলীপ ঘোষের কাছে সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ফোন আসে। তিনি বিষয়টি বিস্তারিত জানতে চান। জানা গেছে দু ঘন্টার মধ্যেই রিপোর্ট পাঠানো হয়েছে আর সাথে হামলার ভিডিও ও পাঠানো হয়েছে। আপনার মতামত জানান -