এখন পড়ছেন
হোম > জাতীয় > চূড়ান্ত ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের, একসাথে হারালেন ২০ বিধায়ক

চূড়ান্ত ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের, একসাথে হারালেন ২০ বিধায়ক


চূড়ান্ত ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। একসঙ্গে দিল্লি বিধানসভা থেকে তাঁর দলের ২০ বিধায়কের বিধায়ক পদ খারিজ হয়ে গেল। স্বার্থের সংঘাতের দায়ে ওই বিধায়কদের সদস্যপদ খারিজের সুপারিশ জানিয়েছিল নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নির্বাচন কমিশনের সেই সুপারিশে শেষপর্যন্ত শিলমোহর দিলেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ওই বিধায়কদের সদস্যপদ খারিজের অনুমোদন চাইলে সেইসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়ে ওঠেন এবং অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে মুখ খোলেন। অন্যদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টি, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা সম্ভব নয়। আর তাই এবার রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে আপ বলে সূত্রের খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবি করেছে বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে, রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের জেরে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ২০ টি আসনে ফের নির্বাচন হতে চলেছে, যাকে ইতিমধ্যেই ‘মিনি বিধানসভা’ নির্বাচন বলতে শুরু করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!