এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে দল ছাড়ছেন বিজেপির দাপুটে নেত্রী

মুকুল রায়ের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে দল ছাড়ছেন বিজেপির দাপুটে নেত্রী

বিজেপিতে যোগদানের পর এই প্রথম বড়সড় ‘বিদ্রোহের’ মুখে পড়লেন মুকুল রায়। তাঁর বিরুদ্ধে একরাশ ক্ষোভ ও অভিযোগ উগরে দিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরই খাসতালুকের দীর্ঘদিনের দাপুটে বিজেপি নেত্রী আলোরানি সরকার। আলোরানিদেবী নবদ্বীপ বিজেপির দায়িত্ব ছিলেন, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে হেভিওয়েট প্রার্থী মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হন তিনি। কিন্তু বর্তমানে মুকুল রায়ের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে ইতিমধ্যেই বিজেপির সমস্ত পদ ত্যাগ করেছেন দলের দীর্ঘদিনের নেত্রী, খুব শীঘ্রই তিনি দলের সদস্যপদও ত্যাগ করবেন বলে জানিয়েছেন।
আলোরানিদেবীর অভিযোগ, মুকুল রায় যে দলে রয়েছেন, সেই দলে থেকে একই মঞ্চ শেয়ার করার মানসিকতা নেই। তাই বিজেপি ত্যাগের সিদ্ধান্ত। দল নয়, আমার কাছে আদর্শই আগে, বীজপুরবাসীর কাছে আমি দায়বদ্ধ। তাঁদের জন্যই আমার এই লড়াই। নারদ-সারদাকাণ্ডে অভিযুক্ত একজনের সঙ্গে আমি পার্টিতে থাকতে নারাজ। আমি আমজনতার কাছে কী জবাবদিহি করব? এতদিন মুকুল রায়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছি, এখন তাঁর পাশে বসে কী করে বলব, তিনি সাধুপুরুষ! ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেসের সঙ্গেও মুকুল রায় বেইমানি করেছেন। নতুন দল গড়ে তিনি কিছু না বলে বিজেপিতে যোগ দিয়েছেন শুধু নিজেকে বাঁচাতে। শুভ্রাংশু রায় এখন কুমড়ো তৃণমূলের ভূমিকা পালন করছেন, তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। তিনি ঘরে বসে বিজেপি করছেন। মুকুল রায়ের উপর ভরসা করলে আরও বড় ক্ষতি হবে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!