মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের সরব হলেন মুকুল রায় জাতীয় রাজ্য January 12, 2018 বিজেপির রাজ্য দফতরে ও জোড়াবাগানে বিজেপির সংকল্প যাত্রার মিছিলে হামলার প্রতিবাদে এদিন ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন। তিনি এদিন বলেন যে বাংলায় এই পরিস্থিতি আগে কখনও হয়নি। পশ্চিমবঙ্গে অনেক শাসক দেখেছি, এরকম শাসক কখনও দেখিনি। পুলিশ প্রশাসনের অসহায় অবস্থা দেখে করুণা হচ্ছে।পাশাপাশি তিনি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন যে প্রতিরোধ সংকল্প যাত্রার উদ্বোধনের পরই তৃণমূলের লোকেরা মিছিল আটকে বিজেপি যুব মোর্চা কর্মীদের ব্যাপক মারধর করে। আদালতের নির্দেশের পরও ওরা মিছিল আটকেছে। কোর্ট অফিসার পর্যন্ত মার খেয়েছেন। তাঁরও গাড়ি ভাঙচুর করা হয়েছে।তিনি দাবি করেন যে রাজ্যে গণতন্ত্র নেই। জ্যোতি বসু, সিদ্ধার্থশঙ্কর রায়কেও দেখেছি। এরকম শাসক এর আগে দেখিনি।বীরভূম, বাঁকুড়ায় নিরাপত্তা নেই একথা বুঝতে পেরেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতকে বলব, এই দুটি জেলাকে উপদ্রুত জেলা ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হোক। আপনার মতামত জানান -