এখন পড়ছেন
হোম > অন্যান্য > আর কোন কোন দেশ অনুমোদন দিল অক্সফোর্ড ভ্যাকসিন? জানুন বিস্তারিত

আর কোন কোন দেশ অনুমোদন দিল অক্সফোর্ড ভ্যাকসিন? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বর্তমান সময়। তার সাথেই রয়েছে কোরোনার নতুন স্ট্রেনের আতঙ্ক। ইতিমধ্যেই কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে। যদিও সেখানে ব্রিটেনেই সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার করোনা ভাইরাস। কিন্তু এসবের মধ্যেই বছরের শুরুতে খুশির খবর এসেছে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসেবে ভ্যাকসিন পাওয়ার ঘোষণা।

বছরের প্রথম দিনই বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকের পরই, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনকে অনুমতি দেওয়া হয়। এরপর গতকাল, ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে অক্সফোর্ড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

অক্সফোর্ড -অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন এই ভারতে প্রস্তুত করছে সিরাম ইনস্টিটিউট। সিরাম ইনস্টিটিউট এর তৈরি এই ভ্যাকসিন “কোভিসিল্ড” নামে ভারতের বাজারে আসবে। সিরাম ইনস্টিটিউট এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ভ্যাকসিনের জন্য ভারতকেই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ভারত ছাড়াও আরও তিনটি দেশ ইতিমধ্যেই অক্সফোর্ড ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। এদের মধ্যে অন্যতম ব্রিটেন। এছাড়াও আর্জেন্টিনা এবং এল সালভাদর অক্সফোর্ড ভ্যাকসিন তাদের দেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে। ব্রাজিল দেশে ব্যবহারের অনুমোদন না দিলেও ২০ লক্ষ অক্সফোর্ড ভ্যাকসিন ডোজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬৫০৪ জন, কালকের তুলনায় সংখ্যাটা কিছুটা কমেছে। কাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮১৭৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৭,৩৫,৯৭৮।

রাজ্যগুলির মধ্যে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরালা, সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পর রয়েছে মহারাষ্ট্র, সেখানে ৩২৮২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়, এই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৮৯৬ জন, যা গতকালের তুলনায় সামান্য বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৫৪,৯৭৫ জন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!