এখন পড়ছেন
হোম > অন্যান্য > কতটা নিরাপদ? কতটা কার্যকর? তৃতীয় পর্যায়ের ট্রায়ালে থাকা কোভ্যাকসিন নিয়ে জানুন বিস্তারিত

কতটা নিরাপদ? কতটা কার্যকর? তৃতীয় পর্যায়ের ট্রায়ালে থাকা কোভ্যাকসিন নিয়ে জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছরের শুরুতেই অক্সফোর্ড ভ্যাকসিন এবং তার পরই ভারতের নিজস্ব ভ্যাকসিন, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকে অনুমোদন দেয় ভারতের বিশেষজ্ঞ কমিটি। এর পরই গতকাল ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে দুই ভ্যাকসিনকেই অনুমোদন দেওয়া হয়। সেখানে পরের সপ্তাহ থেকেই টিকাকারণ প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্য মন্ত্রী ভ্যাকসিনের অনুমোদন দেওয়া নিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছে।

তবে, ভারত বায়োটেকের কোরোনা ভাইরাসের ভ্যাকসিনের জরুরি ভিত্তিক ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর গতকাল বলেন, কোভ্যাকসিন এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে, এটির ব্যবহার বিপজ্জনক হতে পারে। তিনি এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকে কোভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে ট্রায়াল পর্যায়ে শেষ হওয়া অবধি অপেক্ষা করতে বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম দাবি করেন, কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়লের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রটোকল পরিবর্তন করা হয়েছে। আইসিএমআরের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিন কতদিন কার্যকর থাকবে কিংবা সংক্রমন আটকাতে কত সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে সে ব্যাপারে তাদের জানা নেই। ভারত বায়োটেকের ভ্যাকসিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আইইমস এর ডিরেক্টর বলেন, ভারত বায়োটেকের ভ্যাকসিন ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হবে।

সেক্ষেত্রে কোনো অঞ্চলে কোরোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে গেলে, জরুরি ভিত্তিতে ভারত বায়োটেকের কোভাক্সিন ব্যবহার করা হবে। তবে, ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে যে ভ্যাকসিন ১০০% নিরাপদ, ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ে বিন্দুমাত্র সংশয় থাকলেও তারা ভ্যাকসিন অনুমোদন দিতনা। ভ্যাকসিনের প্রতিক্রিয়া হিসেবে সামান্য জ্বর, গায়ে ব্যথা কিংবা অ্যালার্জি হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!