এখন পড়ছেন
হোম > রাজ্য > পাঁচটায় পঞ্চায়েত – প্রচারে বিরোধীদের বহু পিছনে ফেলার পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের

পাঁচটায় পঞ্চায়েত – প্রচারে বিরোধীদের বহু পিছনে ফেলার পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস দলের সোশ্যাল মিডিয়া সেল আগামী সোমবার থেকে শুরু করছে ‘পাঁচটায় পঞ্চায়েত’ ফেসবুক লাইভ। এই পরিকল্পনা অনুয়ারী বিকেল পাঁচটা বাজলেই ফেসবুকের সামনে বসে পড়তে হবে নেতা-নেত্রীদের। শুধু নেতা মন্ত্রী বলেই নয় এই লাইভ অনুষ্ঠানে থাকতে পারেন পঞ্চায়েত প্রধানেরাও। এমনকী এই লাইভ অনুষ্ঠানে অংশ নিতে পারি আমি -আপনি সকলেই। এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল সরকারের আমলে কী কী উন্নয়নের কাজ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন রাজ্যের নেতা মন্ত্রীরা। প্রতিদিন বিকেল ৫টার সময় সরাসরি মানুষের মুখোমুখি হবেন তৃণমূলের বাছাই করা নেতারা। তাঁদের সরাসরি প্রশ্ন করতে পারবেন যে কেউ। তার উত্তরও দেওয়া হবে এই লাইভে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পদ্ধতির মাধ্যমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এক নজরকাড়া উপায়ে দলীয় প্রচারকার্য করতে উদ্যোগী হলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জানা গেছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই এই লাইভ অনুষ্ঠান হবে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আগে অনেকবারই তাঁর দলীয় কর্মীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার কথা বলেছেন। এবং তিনি অনেকবারই অভিযোগ করে বলেছেন বিজেপি দল কীভাবে সোস্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা ব্যবহার করছে। এবার সেই একই উপায় অবলম্বন করে বিজেপি শিবিরকে এক হাত দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। এতদিন অবধি বিজেপির মতন সোস্যাল মিডিয়ায় সক্রিয়তা দেখাতে পারেনি রাজ্যের শাসক দল। তাই এবার বিজেপির সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জোড়ালো করতেই সোস্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে বেছে নিলো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নিজে সোস্যাল মিডিয়া সেলকে নতুনভাবে সাজিয়েছেন বলে জানা যাচ্ছে। এইভাবেই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে তৈরী হচ্ছে শাসকদলের নতুন পরিকল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!