এখন পড়ছেন
হোম > জাতীয় > “দিদিকে এত ভাল লাগলে তৃণমূলেই যাক তবে” ক্ষোভ কর্মীদের, সম্ভাবনা কতটা?

“দিদিকে এত ভাল লাগলে তৃণমূলেই যাক তবে” ক্ষোভ কর্মীদের, সম্ভাবনা কতটা?

প্রবল তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, গতকাল এক সংবাদ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সফল ও সুস্থ জীবন কামনা করি। বাঙালি প্রধানমন্ত্রী হলে উনিই শীর্ষস্থানে রয়েছেন।” আর দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিজেপির অন্দরমহলে।

কেননা যে বিজেপির দিলীপ ঘোষ এতদিন নিজের দলীয় কর্মীদেরকে অক্সিজেন দেওয়ার জন্য রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে নানা উত্তেজক মন্তব্য করতেন, সেই দিলীপ ঘোষের মুখ থেকেই “প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হলে তিনি খুশি হবেন”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এহেন মন্তব্য শোনার পরেই বিজেপির কর্মী-সমর্থকদের একাংশের মনে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। গেরুয়া শিবিরের একাংশের মতে, দিদিকেই যখন দীলিপ বাবুর এত ভালো লাগে, তাহলে উনি তৃণমূলেই চলে যান না।” তাহলে কি সত্যি সত্যিই বিজেপির এই হেভিওয়েট সেনাপতি দলবদল করবেন? নাকি সভাপতি পদে রেখেই তাঁকে কিছুটা সতর্ক করবেন অমিত শাহ-নরেন্দ্র মোদীরা!

বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই দিলীপ ঘোষের সভাপতি পদে থাকা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। এখন দলের মধ্যেই তার মন্তব্য নিয়ে তীব্র টানাপোড়েনে সেই দিলীপবাবু বিজেপিতে থেকেই নিজের কাজ চালিয়ে যান, নাকি দলবদল করেন এখন সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!