ম্যাথুর নার্কোটেস্ট নিয়ে অবশেষে সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট জাতীয় বিশেষ খবর রাজ্য November 16, 2017 বর্তমানে ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজির অভিযোগটি নগর দায়রা আদালতের বিচারাধীন। ম্যাথুর তরফে দাবী নারদ-কাণ্ডে একাধিক শাসকদলের নেতা-নেত্রীর নাম জড়িয়ে গিয়েছে, তাই তাঁকে ফাঁসানোর জন্য পুলিশ তোলাবাজির অভিযোগ করেছে, তদন্তের নামে হেনস্থা করা হচ্ছে। এদিকে কলকাতা পুলিশ সিবিআইকে পাঠানো একটি চিঠিতে দাবি করেছিল যে, ম্যাথু তদন্তে সহযোগিতা করছেন না। তাই এই পরীক্ষা করানো প্রয়োজন। আর তাই তাঁর বিরুদ্ধে নার্কো পরীক্ষা করতে চায় রাজ্য সরকার। গতকাল কলকাতা হাইকোর্ট জানায়, নার্কো-পরীক্ষার অনুমতি দিতে পারেন নিম্ন আদালতের বিচারকই। নিম্ন আদালতের উপরে এক্ষেত্রে হাইকোর্টের হস্তক্ষেপ করা ঠিক নয়। তাই পুলিশ চাইলে নিম্ন আদালতে আবেদন করবে পরীক্ষা করানোর জন্য। সেখানে ম্যাথু যদি সম্মতি দেন সেই মতো বিচারক নির্দেশ দেবেন। আদালত এই আবেদনটি আগামী জানুয়ারি মাস পর্যন্ত স্থগিত রাখছে। অন্যদিকে, ম্যাথুর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ম্যাথু এই পরীক্ষায় রাজি। কিন্তু এমন পরীক্ষা একজনের মানবাধিকার লঙ্ঘন করে। আদালত যেন তা বিচার করে। এর পক্ষে তিনি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ তুলে ধরেন। তা শুনে বিচারপতি জানান, কেউ নিজে থেকে সম্মতি জানালে এই পরীক্ষা করানো যায়। তবে তার জন্য একাধিক সতর্কতা অবলম্বন করতে হয়। আপনার মতামত জানান -