অনুব্রতর শ্রাদ্ধ প্রসঙ্গে এবার মুখ খুললেন মুকুল রায় রাজ্য January 10, 2018 আজ হাওড়ায় বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেন হাজির ছিলেন মুকুল রায় ও।তিনি এদিন সাংবাদিকদের সামনাসামনি হয়ে নাম না করে অনুব্রতকে বিঁধলেন। তিনি এদিন বলেন উনিতো আমার শ্রাদ্ধশান্তি সবই করে দিয়েছেন। আমার পুনর্জন্ম হয়েছে। আগে উনি বলুন ভোলাবাবা রাইস মিলটা কার ? মুখ্যমন্ত্রীকেও একহাত নিলেন এদিন তিনি দাবি করেন যে অসম থেকে বাঙালি খেদানো হচ্ছে না।সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিক পঞ্জিকরণের কাজ চলছে।এটা কি মুখ্যমন্ত্রী জানেন না ?পাশাপাশি মাওবাদী প্রসঙ্গেও তিনি বলেন যে মুখ্যমন্ত্রীকে স্পষ্ট করে বলতে হবে মাওবাদি অধ্যুষিত এলাকা আছে, না কি নেই ? আপনার মতামত জানান -