এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোয়াপাড়াতে বিজেপি প্রার্থী হতে প্রবল হুড়োহুড়ি, থাকতে পারে চমক

নোয়াপাড়াতে বিজেপি প্রার্থী হতে প্রবল হুড়োহুড়ি, থাকতে পারে চমক


আসন্ন নোয়াপাড়া উপনির্বাচনের নির্ঘন্ট জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিতেই তৃণমূল কংগ্রেস এবং সিপিসিএম নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু এখনো এ ব্যাপারে মুখ খোলেনি অপর দুই প্রধান প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি। সবং উপনির্বাচনে বামেদের থেকেও পিছিয়ে তিন নম্বর হয়েছিল বিজেপি, কিন্তু গত বিধানসভার প্রাপ্ত ২.৫% থেকে ভোট বাড়িয়ে পৌঁছে গিয়েছিল ১৮%, তাছাড়াও বিজেপির দাবি নোয়াপাড়া কেন্দ্রে তাদের সংগঠন এখন অনেক বেশি মজবুত আর তাই নাকি স্থানীয় নেতাদের মধ্যে নোয়াপাড়ায় টিকিট পাওয়ার জন্য হুড়োহুড়ি পরে গেছে। সংগঠন ছাড়াও নোয়াপাড়ায় আরেকটি ফ্যাক্টর হচ্ছেন মুকুল রায় বলে দাবি বিজেপি নেতাদের। মুকুল রায়ের প্রায় পাশের পাড়া এই নোয়াপাড়া, সুতরাং মুকুল-ম্যাজিকে ভর করে এখানে পদ্ম ফোটার সমূহ সম্ভাবনা।
বিজেপির ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখন এই কেন্দ্রে আমাদের সংগঠন অনেকটাই মজবুত। স্থানীয় স্তরে নজনের নাম আমাদের কাছে জমা পড়েছে। আমরা নামের সেই তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। বাইরের কেউ প্রার্থী হবেন কিনা সেটা ঠিক করা রাজ্য নেতৃত্বের বিষয়, তা আমাদের জানার কথা নয়। তবে আমরা স্থানীয় কাউকে প্রার্থী করারই পক্ষপাতী। অন্যদিকে বিজেপিরই এক অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নোয়াপাড়ায় প্রার্থী করে চমক দিতে পারে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!