এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার নাম না করে অনুব্রতকে বিঁধলেন সূর্যকান্ত

এবার নাম না করে অনুব্রতকে বিঁধলেন সূর্যকান্ত

এদিন বীরভূমে বামফ্রন্টের ২২ তম জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, সিপিএম সাংসদ মহম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক মনসা হাঁসদা প্রমুখ নেতৃবৃন্দরা।পঞ্চায়েত ভোটের আগে নাম না করে অনুব্রতকে হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।এদিন তিনি বললেন,”এখানে এক জন রয়েছেন, নাম মনে করতে পারছি না। তিনি নাকি বলেছেন, পঞ্চায়েত ভোটে মনোনয়ন দিতে দেবেন না। ভোটও নাকি বুঝে নেবেন। আমি বলি, যে ভাবে সাড়ে ছ’বছর ভোট করেছেন, ফাঁকায় ফাঁকায় সে ভাবেই এ বার পাশ করে যাবে ভাবলে ভুল করছেন। প্রতি ইঞ্চি মাটিতে লড়াই হবে।” পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েন নি। তিনি বলেন ”আমাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আইন-কানুন মানেন না।”এদিন বিজেপিকেও একহাত নেন তিনি।বলেন কিছু রাজনৈতিক দল সবাইকে বোঝানোর চেষ্টা করছে আগামীদিনে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসবে ,আবার কারুর বক্তব্য বিজেপিকে সরাবার জন্য তৃণমূলে যোগ দিতে হবে।আরও বললেন,”আমরা বলছি, বিজেপি হঠাও দেশ বাঁচাও। তৃণমূল হঠাও বাংলা বাঁচাও।”
পাশাপাশি কেন্দ্র সরকারের জিএসটি এবং নোট বাতিলের তীব্র সমালোচনা করে বললেন, ”আরএসএস, তৃণমূল মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। রাষ্ট্রের কোনও ধর্ম হয় না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!