এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে সম্পূর্ণ পর্যুদস্ত হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। অধিকাংশ আসন চলে গিয়েছিল বিজেপির হাতে। তাই আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর বঙ্গে বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল চারদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সকালে তিনি শিলিগুড়ি এসে পৌঁছেছেন। গতকাল বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করলেন তিনি। আজ উত্তরবঙ্গের চা বাগানের বহু শ্রমিকের হাতে বাড়ির কাগজপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই তীব্র কটাক্ষ করলেন তিনি প্রধান প্রতিপক্ষ বিজেপিকে।

আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ভালো ফল লাভ করতে আদিবাসী ও চা শ্রমিকদের বারবার করে কাছে টানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গে এক বিষেধ সরকারি অনুষ্ঠান থেকে চা সুন্দরী প্রকল্পে উত্তর বঙ্গের মোট ১২ টি চা বাগানের ৪৬০০ জন শ্রমিকের হাতে বাড়ি বন্টনের কাগজপত্র তুলে দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, আগামী দিনেও বিনামূল্যে রেশন দেওয়া হবে সকলকে। দেওয়া হবে স্বাস্থ্যসাথীর কার্ড । রেশন কার্ডের মতো সকলকে স্বাস্থ্যসাথীর ডিজিটাল কার্ড দেয়া হবে আগামীদিনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, তৃণমূল যা বলে তাই করে থাকে, কিন্তু বিজেপি শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। অপপ্রচার ছাড়া বিজেপি আর কিছু করেছে কি? প্রশ্ন করলেন তিনি। জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপির এতগুলো সাংসদ জয়লাভ করেছে, কিন্তু কোন উন্নয়ন কি বিজেপি করেছে? এত চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে, কিছু কি করেছে বিজেপি?

আজ চা শ্রমিকদের হাতে বাড়ির কাগজপত্র তুলে দেওয়া ছাড়াও আদিবাসীদের কাছে টানতে গণবিবাহের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফালাকাটায় পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো গণবিবাহ। এই অনুষ্ঠানে ৪৫০ জন আদিবাসী দম্পতিকে বিবাহ দেওয়া হলো। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

এরপর নিজের হাতে উপহার তুলে দিলেন নবদম্পতিদের। আদিবাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে নাচ করতেও দেখা গেলো আজ। আদিবাসীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী জানালেন যে, আদিবাসীরা হলেন তাঁদের গর্ব, তাঁদের অহংকার। আদিবাসীদের এই গণবিবাহের অনুষ্ঠান যাতে সকলে ভালোভাবে দেখতে পারে, সেজন্য অনুষ্ঠানস্থলের চারপাশের চারটি বড় মাপের স্ক্রিন বসানো হয়েছিল। এভাবে আদিবাসীদের কাছে টেনে আগামী নির্বাচনে বাজিমাতের পরিকল্পনা শাসকদল তৃণমূলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!