এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > স্বয়ং মুখ্যমন্ত্রীর অনুরোধ, এবার কি রাজনীতিতে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

স্বয়ং মুখ্যমন্ত্রীর অনুরোধ, এবার কি রাজনীতিতে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টালিগঞ্জের কলাকুশলীদের রাজনীতিতে যোগ দেওয়া বা শাসকদলের সমর্থনে এগিয়ে আসা বর্তমানে জলভাত হয়ে গেছে। শাসকদলের টিকিটে অনেকেই বিধানসভা-লোকসভা-রাজ্যসভার সদস্য হয়েছেন, অনেকেই প্রত্যক্ষ রাজনীতিতে না এলেও শাসকদলের বিভিন্ন অনুষ্ঠানে বা ভোটের প্রচারে এল করে থেকেছেন। আর এবার গুঞ্জন শুরু হয়েছে বাংলা সিনেমার বর্তমান অন্যতম সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। তিনি কি আসতে চলেছেন প্রত্যক্ষ রাজনীতিতে? এই প্রশ্ন নিয়েই তাঁর সামনে হাজির হয় কলকাতার এক ওয়েব পোর্টাল।
ওই পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী প্রসেজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজনীতি আর আমি? কোনদিন এক হবে না! তেল আর জল কোনদিন মিশ খেতে দেখেছেন? এটাও অনেকটাই তাই। মাননীয় মমতা বন্দোপাধ্যায় অনেকবার আমায় রাজনীতিতে আসার অনুরোধ জানিয়েছেন। তাঁকেও বলেছি, প্রত্যেকের জন্য নির্দিষ্ট কাজ থাকে। আমার কাজ অভিনয়। পারিবারিক সূত্রে রক্তে অভিনয় নিয়ে জন্মেছি। আমার কাজ ওটাই। যতদিন বাঁচব, ভালো অভিনেতা হিসেবেই বাঁচতে চাই। আর তাই তাঁর নিজের মুখে এই কথা শোনার পর বোঝায় যাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর অনুরোধও তাঁকে আপাতত প্রত্যক্ষ রাজনীতিতে আনতে পারবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!